Home খেলাধুলো প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা...

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

0
সোনা জিতলেন নবদীপ সিং। ছবি 'এক্স' থেকে নেওয়া।

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক আনেনি আমাদের দেশ। এবারের প্যারিস প্যারালিম্পিক্সের আসর থেকে ভারত আনল ২৯টা পদক – ৭টি সোনা, ৯টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ। ২০২০-এর টোকিও প্যারালিম্পিক্সের আসরে ভারত পেয়েছিল ১৯টি পদক – ৫টি সোনা, ৮টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ। পদকপ্রাপ্তির খতিয়ানে ভারত রইল ১৮তম স্থানে। ভারতের পিছনে পড়ে থাকল বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, আর্জেন্তিনার মতো দেশ।

এবারের গেমসে ৯৪টি সোনা, ৭৬টা রুপো এবং ৫০টি ব্রোঞ্জ সহ মোট ২২০টি পদক জিতে চিন যথারীতি প্রথম স্থানে রইল। দ্বিতীয় হল গ্রেট ব্রিটেন। তাদের মোট পদক – ১২৪টা – ৪৯টি সোনা, ৪৪টি রুপো আর ৩১টি ব্রোঞ্জ। মোট ১০৫টি পদক জিতে তৃতীয় হল মার্কিন যুক্তরাষ্ট্র – ৩৬টি সোনা, ৪২টি রুপো এবং ২৭টি ব্রোঞ্জ। প্যারিস প্যারালিম্পিক্সের আসরে প্রথম ২০টি দেশের মধ্যে বাকি দেশগুলি হল নেদারল্যান্ডস, ব্রাজিল, ইতালি, ইউক্রেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, কানাডা, উজবেকিস্তান, ইরান, সুইৎজারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, ভারত, কোলোম্বিয়া এবং বেলজিয়াম।        

এই প্রতিযোগিতায় ভারতের সর্বশেষ পদকটি সোনা। পেলেন নবদীপ সিং, পুরুষদের জ্যাভেলিন থ্রো (বর্শা ছোড়া) এফ ৪১ ইভেন্টে। নবদীপ ৪৭.৩২ মিটার দূরে বর্শা ছুড়ে রৌপ্যপদকের দাবিদার হন। স্বর্ণপদকের দাবিদার ছিলেন ইরানের সাদেঘ বেইত সায়াহ। চূড়ান্ত থ্রো-তে ৪৭.৬৪ মিটার দূরত্বে বর্শা ছুড়ে বারবার একটি আপত্তিকর পতাকা দেখাতে থাকেন। প্যারালিম্পিক্সের বিধি অনুযায়ী তিনি বাতিল হয়ে যান। ফলে নবদীপ সিংয়ের হাতে তুলে দেওয়া হয় সোনার পদক। ২০২০-এর টোকিও প্যারালিম্পিক্সে নবদীপ চতুর্থ হয়েছিলেন।

paris praveen gold 09.09

প্রবীণ কুমারের সোনা। ছবি ‘এক্স’ থেকে নেওয়া।

ভারতের হয়ে ষষ্ঠ স্বর্ণপদকটি এনেছেন প্রবীণ কুমার, পুরুষদের হাই জাম্প টি৬৪ ইভেন্টে। ২.০৮ মিটার উঁচু পর্যন্ত লাফ দিয়ে সোনা জিতে নিলেন ২১ বছরের প্রবীণ। টোকিও প্যারালিম্পিক্সে তিনি রুপো জিতেছিলেন।

ভারতের হয়ে ৩টি ব্রোঞ্জ আনলেন সিমরান শর্মা, কপিল পারমার এবং হোকাতো হোতোঝে সেমা।

সিমরান শর্মা তাঁর গাইড অভয় সিংকে পাশে নিয়ে মেয়েদের ২০০ মিটার দৌড়ে টি১২ ইভেন্টে সময় করেন ২৪.৭৫ সেকেন্ড। এই ইভেন্টে দুর্বল দৃষ্টিশক্তিসম্পন্ন প্রতিযোগীরা তাঁদের গাইডদের পাশে নিয়ে দৌড়োন।

জুডোয় পুরুষদের ৬০ কেজি জে১ ইভেন্টে ব্রোঞ্জ পেলেন কপিল পারমার। প্যারালিম্পিক্সের আসরে এই প্রথম জুডোয় পদক এল ভারতের ঘরে। জুডোর এই জে১ ইভেন্টে তাঁরাই যোগ দেন যাঁরা একেবারেই দৃষ্টিহীন বা সামান্য দৃষ্টিশক্তিসম্পন্ন। ব্রোঞ্জপদকের প্রতিযোগিতায় পারমার দুর্দান্ত পারফরমেন্স করে ব্রাজিলের এলিয়েলতোন দে অলিভিয়েরাকে ১০-০ স্কোরে হারান।

নাগাল্যান্ডের হোকাতো হোতোঝে সেমা পুরুষদের শট পুট এফ৫৭ ইভেন্টে ১৪.৬৫ মিটার দূরত্বে লোহার বল ছুড়ে ব্রোঞ্জ পদক জিতে নেন।

আরও পড়ুন

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version