ramkumar ramanathan

এডমন্টন (কানাডা): পারল না ভারত। ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপের প্লে অফ ম্যাচে হেরে গেল কানাডার কাছে। ফল ২-৩। কানাডা ফিরে গেল ওয়ার্ল্ড গ্রুপে। ভারতকে থেকে যেতে হল এশীয় অঞ্চলে।

শনিবার ডাবলস ম্যাচে জিতে ভারতের বিরুদ্ধে ২-১ ম্যাচে এগিয়ে গিয়েছিল কানাডা। লড়াইয়ে টিকে থাকতে হলে রবিবার ফিরতি সিঙ্গলসে রামকুমার রমানাথনের হাত ধরে সমতা ফেরানোর দরকার ছিল। কিন্তু রামকুমার সেই গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্ব র‍্যাঙ্কিং-এ ৫১ নম্বরে থাকা ডেনিস শাপভালভের কাছে ৩-৬, ৬-৭ (১), ৩-৬ সেটে হেরে যান। ফলে কানাডা এগিয়ে যায় ৩-১ ফলাফলে।

শেষ নিয়মরক্ষার ম্যাচটিতে অবশ্য জেতেন ইউকি ভাম্ব্রি। তিনি ব্রায়দেন শ্নুরকে হারান ৬-৪, ৪-৬, ৬-৪ সেটে।

এই নিয়ে টানা চার বছর ডেভিস কাপের প্লে অফের গণ্ডি পেরোতে পারল না ভারত। এর আগের তিন বারের চেষ্টায় সার্বিয়া, চেক রিপাবলিক ও স্পেনের কাছে হারে ভারত।

 

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here