খবর অনলাইনডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অত্যন্ত দুর্বল দল নামাল ভারত। জাদেজা-অশ্বিনকে দলের বাইরে রেখে অভিষেক করানো হয়েছে ভারতের দুই তরুণ ক্রিকেটারকে। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানাকে দলে নিয়েছে ভারত। দলে নেওয়া হয়নি আকাশ দীপকেও। ভারতের প্রথম একাদশে একাধিক চমক।
শুক্রবার সকালে টসে ভারতের প্রথম একাদশের নাম ঘোষণা করেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। নীতীশ অলরাউন্ডার। তিনি পেস বোলিং করতে পারেন। সেই সঙ্গে লোয়ার অর্ডারে ব্যাটটাও করতে পারেন। অস্ট্রেলিয়া পিচ সাধারণত পেসারদের সাহায্য করে। সেই কথা মাথায় রেখেই তাঁকে দলে নেওয়া হয়েছে। চতুর্থ পেসারের দায়িত্ব সামলাবেন নীতীশ। অন্য দিকে, হর্ষিত দলের তৃতীয় পেসারের ভূমিকায় রয়েছেন। বাদ দেওয়া হয়েছে আকাশ দীপকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভাল খেলার পরেও বাদ পড়লেন বাংলার পেসার।
অশ্বিন এবং জাডেজার বাদ পড়া নিয়েও প্রশ্ন থাকছে। দুই অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডারকে দলে রাখা হয়নি। আইসিসির ক্রমতালিকায় তাঁরা টেস্টে অলরাউন্ডারদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন। তার পরেও বাদ পড়তে হয়েছে তাঁদের। একমাত্র স্পিনার হিসাবে দলে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো বল করেছিলেন তিনি।
দলে নেই শুভমন গিল। অনুশীলনে তাঁর হাতের আঙুলে চোট লাগে। যে কারণে প্রথম টেস্টে খেলতে পারছেন না তিনি। সেই জায়গায় প্রথম একাদশে সুযোগ পেয়েছে দেবদত্ত পাড়িক্কল। ওপেনার রোহিত শর্মা এই টেস্টে নেই। তাঁর জায়গায় ওপেন করবেন লোকেশ রাহুল। সঙ্গী হবেন যশস্বী জয়সওয়াল। বাদ পড়েছেন সরফরাজ় খানও। গত কয়েকটি ম্যাচে রান পাননি তিনি। ভারত এ দলের হয়ে রান করেন ধ্রুব জুরেল। উইকেটরক্ষক ঋষভ পন্থ থাকলেও জুরেলকে দলে নিয়েছে ভারত। ব্যাটার হিসাবে খেলানো হতে পারে তাঁকে। প্রয়োজনে উইকেটরক্ষক হিসাবেও দেখা যেতে পারে।