Homeখেলাধুলোযশস্বী-রাহুলের সংযমী ব্যাটিং, পার্‌থে জমি শক্ত করল ভারত

যশস্বী-রাহুলের সংযমী ব্যাটিং, পার্‌থে জমি শক্ত করল ভারত

প্রকাশিত

ভারত ১৫০ এবং ১৭২/০ (যশস্বী ৯০ অপরাজিত, রাহুল ৬২ অপরাজিত)

অস্ট্রেলিয়া ১০৪

খবর অনলাইনডেস্ক: বহু, বহু দিন পর টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটের মতোই ব্যাটিং দেখার সুযোগ হল। সৌজন্যে কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চালিয়ে খেলতে গিয়ে হোয়াইটওয়াশ, কিংবা তার আগে বাংলাদেশের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিংয়ের পর শনিবার প্রকৃত টেস্ট ব্যাটিং দেখা গেল ভারতের দুই ওপেনারের মধ্যে।

দীর্ঘদিন পর বিদেশের মাটিতে ভারতের ওপেনিং জুটিকে দেখতে অসাধারণ লাগল। দু’জনেই অর্ধশতরান পেলেন। দিনের শেষে অপরাজিতও থাকলেন।

টেস্ট ক্রিকেটে কী শট মারব, তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কোন বল ছাড়ব তা বুঝতে পারা। লাল বলের ক্রিকেটের ধৈর্য, সংযম, পড়ে থাকার মানসিকতা জরুরি। ভাল বলকে প্রাপ্য সম্মান দিতে হয়। সাদা বলের রঙিন ক্রিকেটের দাপটে ঢাকা পড়ে যাচ্ছে রঙিন বলের সাদা ক্রিকেট। পার্‌থের ২২ গজ সেই গ্রহণ মুক্ত করল ভারতীয় ব্যাটিং লাইনআপকে। ২০০৪ সালে সিডনি টেস্টে ওপেনিং জুটিতে ১২৩ রান করেছিলেন বীরেন্দ্র সহবাগ এবং আকাশ চোপড়া। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের আরও একটা শতরানকারী ওপেনিং জুটি পেতে ২০ বছর চলে গেল। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্মের পর প্রথম বার।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১০৪ রানে শেষ হওয়ায় জসপ্রীত বুমরাহর দল ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড নেয়। তবে পার্‌থের ২২ গজ শনিবার প্রথম দিনের মতো সবুজ ছিল না। শুকিয়ে যেতে শুরু করেছে ঘাস। পিচের রং কিছুটা ধুসর দেখিয়েছে। নিষ্প্রাণ হয়ে যাওয়া ঘাসের উপর প্যাট কামিন্স, জশ হ্যাজলউডদেরও নিস্তেজ দেখাল। ভারতকে বেকায়দায় ফেলেও সুবিধা ধরে রাখতে না পারার হতাশা স্পষ্ট ছিল কামিন্সদের চেহারায়। সেই সুযোগ নিখুঁত ভাবে কাজে লাগালেন ভারতের দুই ওপেনার।

মারার মতো বল পেলে যশস্বী যেমন পুল করতে দ্বিধা করেননি, তেমন বল ছেড়েছেন সাবলীল ভাবে। রাহুল ছিলেন আরও সতর্ক। ঝুঁকিহীন থাকার চেষ্টা করেছেন সারাক্ষণ। যশস্বী-রাহুলকে পুরস্কৃত করল ধৈর্য। যথাযথ সম্মান পেতেই তাঁদের ব্যাটে রান ফিরিয়ে দিল লাল বল। লাভবান হল ভারতও।

দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের রান ১৭২। এগিয়ে ২১৮ রানে। হাতে ১০ উইকেট। যশস্বী অপরাজিত ৯০ রানে। রাহুল খেলছেন ৬২ রানে। ম্যাচের এখনও তিন দিন বাকি। সব কিছু ঠিকঠাক চললে এই টেস্টে জয় ভারতেরই হবে, এই আশাতেই বুক বাঁধছেন ক্রিকেটপ্রেমীরা।

সাম্প্রতিকতম

কবে থেকে শুরু আগামী বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জানিয়ে দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

আগামী বছরের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হল। ২০২৫ সালে এই পরীক্ষা হবে...

অসুস্থ নবজাতকদের প্রাণ বাঁচাতে অত্যাধুনিক ইনকিউবেটর বানালেন আইআইটি মাণ্ডির অধ্যাপক

হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন আইআইটি...

আরজি কর ধর্ষণ ও খুন মামলা: জামিনে হতাশ নির্যাতিতার মা, আক্রমণের নিশানায় সিবিআই

আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারায় অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পেলেন। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন নির্যাতিতার মা।

হাই কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা অল্লু অর্জুন

হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিনেতা অল্লু অর্জুন অন্তর্বর্তী জামিন পেলেন তেলঙ্গানা হাই কোর্টে।

আরও পড়ুন

বিশ্ব দাবায় ইতিহাস, সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ

ভারতের দাবা তারকা ডি গুকেশ ইতিহাস গড়লেন। বৃহস্পতিবার সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর নির্ণায়ক...

দাবার বিশ্বযুদ্ধে ৬-৫ ফলে এগিয়ে গেলেন গুকেশ, রইল আর ৩ ম্যাচ

সিঙ্গাপুর: আলোচনা শুরু হয়ে গিয়েছিল দাবাভক্তদের মধ্যে। তা হলে কি এ বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের...

জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চমবার চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে পাকিস্তানকে হারাল ৫-৩ ব্যবধানে

নিয়র এশিয়া কাপ হকির ফাইনালে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হল ভারত। ম্যাচে হ্যাটট্রিক করলেন আরাইজিৎ সিংহ হুন্ডাই।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে