Homeখেলাধুলোপ্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: তিরন্দাজিতে হরবিন্দর ও ক্লাব থ্রো-এ ধরমবীরের সোনা, পদক তালিকায়...

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: তিরন্দাজিতে হরবিন্দর ও ক্লাব থ্রো-এ ধরমবীরের সোনা, পদক তালিকায় ভারত ত্রয়োদশ স্থানে      

প্রকাশিত

প্যারিস: এবারের প্যারালিম্পিক্সে পদক প্রাপ্তির সংখ্যায় ভারত উঠে এল ত্রয়োদশ স্থানে। প্যারালিম্পিক্সের ষষ্ঠ দিনেই ভারত টোকিও প্যারালিম্পিক্সে পাওয়া পদকের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছিল। কিন্তু সোনার পদক পাওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল। টোকিওতে ভারত পেয়েছিল ৫টা সোনা। ষষ্ঠ দিন পর্যন্ত ভারতের ঘরে সোনার পদক ছিল ৩টে। সোনার পদক পাওয়ার ব্যাপারে পিছিয়ে থাকার খেদটাও মিটতে চলেছে। প্যারালিম্পিক্সের সপ্তম দিনে আরও ২টো স্বর্ণপদক পেয়েছে ভারত। সুতরাং সোনার পদক পাওয়ার ক্ষেত্রে টোকিওকে ছুঁয়ে ফেলল ভারত। আপাতত প্যারিসে পদকের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ – ৫টি সোনা, ৯টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ।

প্যারালিম্পিক্সের সপ্তম দিনে ভারত ২টি সোনার পদক ছাড়াও পেয়েছে ২টি রুপোর পদক। তিরন্দাজিতে সোনা জিতেছেন হরবিন্দর সিং। এদিনের দ্বিতীয় সোনার পদকটি পেয়েছেন ধরমবীর, ক্লাব থ্রো ইভেন্টে। ওই একই ইভেন্টে রুপোর পদক জিতেছেন প্রণব সুর্মা। দ্বিতীয় রুপোর পদকটি এসেছে শট পুট-এ, পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন সচিন সরজেরাও খিলাড়ি।

paris dharambir 05.09

ক্লাব থ্রো-এ সোনা জিতলেন ধরমবীর। ছবি ‘এক্স’ থেকে নেওয়া।

প্যারালিম্পিক্সের আসরে এই প্রথম সোনা এল ভারতের ঘরে। সোনা এল হরবিন্দর সিংয়ের হাত ধরে। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টের ফাইনালে হরবিন্দর হারালেন পোল্যান্ডের লুকাস সিজেককে। ম্যাচের ফল হরবিন্দরের পক্ষে ২৮-২৪, ২৮-২৭, ২৯-২৫। টোকিও প্যারালিম্পিক্সে হরবিন্দর ব্রোঞ্জ জিতেছিলেন। এদিন সোনা জয়ের পথে হরবিন্দরকে ৫টি ম্যাচ খেলতে হয়। কিন্তু তাঁর মধ্যে এতটুকু ক্লান্তির ছাপ ছিল না।

ক্লাব থ্রো-এর এফ৫১ ইভেন্টের ফাইনালে সোনা ও রুপো, দুটি পদকই পেল ভারত। ৩৪.৯২ মিটার দূরত্বে ক্লাব ছুড়ে সোনার পদক জিতে নিলেন ধরমবীর। আর ৩৪.৫৯ মিটার দূরত্বে ক্লাব ছুড়ে প্রণব সুর্মা জিতে নিলেন রৌপ্যপদক।

পুরুষদের শট পুট-এ (লোহার বল নিক্ষেপ) এফ৪৬ ইভেন্টে রুপোর পদক জিতলেন বিশ্ব চ্যাম্পিয়ন সচিন সরজেরাও খিলাড়ি। তাঁর লোহার বল নিক্ষেপের সবচেয়ে বেশি দূরত্বটি হল ১৬.৩২ মিটার। এই ইভেন্টে ১৬.৩৮ মিটার দূরত্বে লোহার বল ছুড়ে সোনা জিতে নেন কানাডার জি স্টূয়ার্ট। ব্রোঞ্জ পদক পান ক্রোয়েশিয়ার এল বাকোভিচ। তাঁর দূরত্ব ১৬.২৭ মিটার।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: এত পদক আগে কখনও আসেনি ভারতের ঘরে, ছাপিয়ে গেল টোকিওকেও      

সাম্প্রতিকতম

পছন্দের সেলেবকণ্ঠে এবার চ্যাটবট Meta AI কথাও বলবে, নয়া ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

বেশ কয়েক মাস হল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে (WhatsApp) ব্যবহারকারীরা চ্যাটবট ‘মেটা এআই’-এর (Meta...

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

কলকাতা: আগামী মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম (Pro Am) এবং বেঙ্গল...

সিএবি টুর্নামেন্টে কালীঘাটে খেলার জন্য সই করলেন মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ

বাংলার এই তিন সিনিয়র ক্রিকেটার তাঁদের ক্রিকেটজীবন শুরু করেন কাস্টমস ক্লাবে। তারপর তিনজনেই চলে আসেন কালীঘাটে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?