৫০০তম টেস্টে জয়ের অপেক্ষায় ভারত

0

নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন আর ৩৪১ রান। ভারতের দরকার ৬টি উইকেট। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। এই অরণ্যের প্রাচীন প্রবাদটি ছাড়া কানপুর টেস্টে কিউইদের পক্ষে কিছুই নেই। কারণ, জয়ের জন্য ৪৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে চা পানের বিরতির পরের সেশনেই চার উইকেট হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। স্কোরবোর্ডে যোগ হয়েছে ৯৩ রান। চার উইকেটের মধ্যে ৩টি উইকেটই নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচে এই নিয়ে ৭ উইকেট হয়ে গেল এই অফ স্পিনারের। এছাড়া এদিন দ্রুততম ভারতীয় হিসেবে ২০০টি টেস্ট উইকেটও শিকার করে নিয়েছেন তিনি।

এদিন ৫ উইকেটে ৩৭৭ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তখন ক্রিজে ছিলেন রোহিত শর্মা(৬৮) এবং রবীন্দ্র জাদেজা(৫০)। এর আগে আউট হয়ে গিয়েছেন বিজয়, কোহলি, পূজারা ও রাহানে। সেঞ্চুরি পাননি কেউই। বিজয় ৭৬ এবং পূজারা করেন ৭৮ রান।

চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় ক্রিজে রয়েছেন রনচি ও স্যান্টনার।

বিজ্ঞাপন