জার্মানির দলকে জার্মানিতে গিয়ে হারানো! এটা খুব একটা অস্বাভাবিক নয়, যদি বিপক্ষে কোনও ফুটবল-খেলিয়ে শক্তিশালী দেশ থাকে। কিন্তু যদি বলা হয় ভারতের অনূর্ধ্ব ১৬ দল এই কাণ্ড ঘটিয়েছে তা হলে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। কিন্তু এটাই সত্যি। জার্মানির দ্বিতীয় ডিভিশনের ক্লাব দল স্পোর্টফ্রয়েন্ডে জিগেন-কে পাঁচ গোলে হারিয়েছে তারা।
হোক না দ্বিতীয় ডিভিশনের দল। দেশটা যখন জার্মানি তখন তারা ভারতের থেকে অনেকটাই শক্তিশালী। শনিবার জার্মানির ডুইসবুর্গে স্পোর্টফ্রয়েন্ডে জিগেন-এর মুখোমুখি হয় ভারতের অনূর্ধ্ব ১৬ দল। শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে ভারত। বিরতির আগে কোমল এবং আমন ছেত্রীর গোলে ২-০ এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধ শুরুর একটু পরেই ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন কোমল। দলের হয়ে চতুর্থ গোলটি আসে নরেন্দ্রর পা থেকে। ম্যাচশেষের মাত্র দু’মিনিট আগে ভারতের হয়ে পঞ্চম গোলটি করেন রকদীপ।
সামনের বছর ভারতের মাটিতে অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। ভারতের এই দলটিই সম্ভবত ব্রাজিল, আর্জেন্তিনা, জার্মানির মুখোমুখি হবে। তারই প্রস্তুতি হিসেবে আরও বেশি করে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য জার্মানি সফর করছে ভারতীয় দল।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।