বিরাটের শতরান, টেস্টের রাশ ভারতের হাতে

0

খবর অনলাইন: টি-২০ বিশ্বকাপ, আইপিএল আর এখন ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, বিরাট কোহলির সোনার ফর্ম চলছেই। পাঁচ দিনের ক্রিকেটে তাঁর দ্বাদশ শতরানের দৌলতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই ম্যাচের রাশ চলে এল ভারতের হাতে।

বৃহস্পতিবার, টেস্টের প্রথম দিন আন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শুরুর আধ ঘণ্টার মধ্যেই প্রথম ধাক্কা খায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েলের অবিরাম শর্ট পিচের গোলা বর্ষণ সামলাতে না পেরে সপ্তম ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান মুরলি বিজয় (৭)। অপর ওপেনার শিখর ধাওয়ানের সাথে তিন নম্বরে নামা চেতেশ্বর পুজারা (১৬) প্রাথমিক ধাক্কা সামাল দিলেও আঠাশতম ওভারে লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন। ভারতের স্কোর তখন ২ উইকেটে ৭৪। ৬ জন ব্যাটসম্যান নিয়ে এই টেস্টে নামা ভারতের কাছে তখন কিছুটা হলেও চাপের পরিস্থিতি। কারণ আর দু’টো উইকেট চলে গেলেই টেলএন্ডারদের পালা চলে আসত। এই অবস্থায় ব্যাট হাতে নামেন অধিনায়ক বিরাট।

ধাওয়ান-বিরাটের পার্টনারশিপ এগিয়ে নিয়ে যায় ভারতকে। তেত্রিশতম ওভারে নিজের কেরিয়ারের তৃতীয় অর্ধশতরান পূর্ণ করেন ধাওয়ান। অন্য দিকে ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকেন কোহলিও। উনপঞ্চাশতম ওভারে কার্লোস ব্রেথওয়েটের বলে পর পর দু’টো বাউন্ডারি মেরে ৫০ পূর্ণ করেন বিরাট। দু’জনের পার্টনারশিপ তখন ৭০ ছাড়িয়ে গেছে। পাঁচ ওভার পরেই বিশুর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ধাওয়ান (৮৪)। পাঁচ নম্বরে নামা রাহানের সাথে ইনিংস এগিয়ে নিয়ে যান বিরাট। ৬৮তম ওভারে, ভারতের স্কোর যখন ২৩৬, ফের আঘাত হানেন বিশু। ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহানে (২২)। এর পরই ছিল একটা চমক। ছয় নম্বরে ঋদ্ধিমানের বদলে নামেন অশ্বিন। এর পরেই ওভারেই শতরান পূর্ণ করেন কোহলি। দিনের শেষে অপরাজিত বিরাট (১৪৩ ব্যাটিং)-অশ্বিন (২২ ব্যাটিং) জুটি। ভারতের স্কোর চার উইকেটে ৩০২।  

ছবি‍-বিসিসিআই

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন