এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়নের খেতাব জিতল ভারতীয় হকি দল। হরমনপ্রীত সিংহের নেতৃত্বে দলটি আবারও এশিয়ার সেরা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করল। তবে এই জয় সহজ ছিল না। পুরো ম্যাচ জুড়ে চিনের শক্ত প্রতিরোধ ভারতকে চাপে রাখলেও শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোলটি আসে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীতের হাত ধরে। সেই গোলের মাধ্যমেই ভারতীয় দল চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখল।
প্রথমার্ধ থেকে চিনা দল প্রতিরক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিল। হরমনপ্রীত সিংহ এবং মনদীপ সিংহের মতো খেলোয়াড়রা আক্রমণের ধার বাড়ালেও চিনা গোলরক্ষকের তৎপরতায় গোল আসছিল না। ভারতের আক্রমণাত্মক খেলা সত্ত্বেও চিন রক্ষণভাগে অনেকটাই সুশৃঙ্খল ছিল, যার ফলে ম্যাচের প্রথম ভাগে কোনো দলই গোলের সুযোগ নিতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ভারতের দল আরও আক্রমণাত্মক রূপ নেয়। খেলায় ছন্দ আনতে হরমনপ্রীতের নেতৃত্বে বেশ কয়েকটি আক্রমণ চালানো হয়। ম্যাচের ৪৮ মিনিটে এক অসাধারণ পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত সিংহ গোল করে ভারতকে এগিয়ে নিয়ে যায়। চিন ম্যাচের শেষ সময় পর্যন্ত সমতা ফেরানোর চেষ্টা চালায়, তবে ভারতীয় রক্ষণের শক্তিশালী প্রাচীর ভেদ করতে পারেনি।
এই জয়ের সঙ্গে ভারতীয় দল টুর্নামেন্টে পঞ্চমবারের জন্য শিরোপা জিতল, যা এশিয়ান হকির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এর আগে ভারত ২০১১, ২০১৬, ২০১৮ এবং ২০২৩ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। হরমনপ্রীতের অসাধারণ পারফরম্যান্সের জন্য তাঁকে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। তাঁর দক্ষ নেতৃত্ব এবং গোল করার সামর্থ্য ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রতিযোগিতায় ভারতীয় দলের ধারাবাহিক ভালো পারফরম্যান্সের জন্য তারা শুরু থেকেই শিরোপার অন্যতম দাবিদার ছিল। দলগত সমন্বয়, শক্তিশালী আক্রমণ এবং দুর্দান্ত রক্ষণের সমন্বয়ে ভারত এবারও প্রমাণ করল যে তারা এশিয়ার হকিতে শীর্ষ স্থানে থাকার যোগ্য। এই জয় শুধু ভারতীয় হকির উজ্জ্বল ভবিষ্যৎকেই নিশ্চিত করছে না, বরং আগামী প্রতিযোগিতাগুলিতেও ভারতীয় দলের শক্ত অবস্থানকে তুলে ধরছে।