খবর অনলাইনডেস্ক: কিছুদিন আগেই ঘরের মাঠে দুর্বল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০তে চুনকাম খেয়ে একটা দল যখন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নামল, খেয়াল করল দলের মূল অধিনায়কই নেই। রোহিত শর্মার বদলে তাঁর সহকারী জসপ্রীত বুমরাহকে দায়িত্বভার নিতে হবে। শুধু তাই নয়, দলের তিন নম্বর ব্যাট চোটের মধ্যে পড়েছেন। এই সবের মধ্যেও যখন টেস্টের প্রথম একাদশ ঘোষণা হল, দেখা গেল রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা নেই। হিসেব পুরো সাফ, প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে জয়ের সুবর্ণ সুযোগ করে দিয়েছে ভারত। যদিও হল ঠিক উল্টোটা। সব হিসেব উলটে দিয়ে পার্থ টেস্টে ঐতিহাসিক জয় পেয়ে গেল ভারত।
ভারতের মূল অধিনায়কের বদলে সহকারী বুমরাহের হাত ধরেই এল এক ঐতিহাসিক জয়। এমন জয় যার মূল কারিগর সেই বুমরাহই। সব মিলিয়ে বর্ডার গাওস্কর ট্রফির দুর্দান্ত সূচনা করল ভারত।
তৃতীয় দিনের শেষেই ম্যাচের ভাগ্যে কী রয়েছে বোঝা গিয়েছিল। ১২ রানে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন ড্রেসিং রুমে ফিরল, তখন চর্চার বিষয় ছিল একটাই, কত তাড়াতাড়ি তাদের অল আউট করবে ভারত। চতুর্থ দিনের খেলা শুরু হতেই আবার ধাক্কা খায় অজিরা। উইকেটকিপার পন্থের হাতে ক্যাচ দিয়ে সিরাজের বলে ফিরে যান উসমান খোয়াজা।
এর পর স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে ম্যাচে কিছু প্রভাব ফেলার চেষ্টা করেন ট্র্যাভিস হেড। গত বছর সেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেই ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেন হেড। টেস্ট চ্যাম্পিয়নশিপের পর বিশ্বকাপ ফাইনাল, একার হাতেই ভারতের থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছিলেন তিনি। তবে এবার পরিস্থিতি ভিন্ন ছিল। যতই ব্যাটে তাণ্ডব তিনি চালান, ব্যাপারটা যে সাময়িক সেটা বোঝা যাচ্ছিল।
হেডের ব্যাটিং তাণ্ডবের জন্য ভারতের জয়ের ব্যবধানটা একটু কমল। একটা সময় যেখানে মনে হচ্ছিল যে ভারত চারশোর বেশি রানে জিতবে, সেই ব্যবধানটা ২৯৫ রানের হল। হেড ফিরে যাওয়ার পর ভারতের জয় ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। ২৩৮ রানে শেষ হয় যায় অস্ট্রেলিয়া। সব ক্রিকেট পণ্ডিতের সব হিসেবনিকেশ উলটে দিয়ে ঐতিহাসিক জয় পেয়ে যায় ভারত।
এই জয়ের পর আর একটা জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। জসপ্রীত বুমরাহকে কি পাকাপাকি ভাবে ভারতের টেস্ট অধিনায়ক করে দেওয়া উচিৎ?