দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ভারতের

0

খবর অনলাইন: দ্বিতীয় এক দিনের ম্যাচে সহজ জয় পেল ভারত। ২৩ ওভার বাকি থাকতেই জিম্বাবোয়ে আট উইকেটে হারাল ধোনিবাহিনী।

সোমবার, আগের ম্যাচের মতোই টসে জিতে প্রথমে ফিলন্ডিং-এর সিদ্ধান্ত নেন অধিনায়ক ধোনি। এবং যথারীতি শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন বোলাররা। বরিন্দর শ্রান আর ধবল কুলকার্নির দাপটে ৪০ রানের মধ্যেই তিন উইকেট চলে যায় জিম্বাবোয়ের। এর পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন সিবান্দা (৫৩) আর সিকন্দর রাজা (১৬)। ১০৬-তে জিম্বাবোয়ের চতুর্থ উইকেট পড়তেই খড়কুটোর মতো ভেঙে পড়ে বাকি দল। স্কোরবোর্ডে আর মাত্র ২০ রান যোগ করে ৬ উইকেট হারায় তারা। যজুবেন্দ্র চহ্বল নেন তিন উইকেট।

১২৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে কে এল রাহুল আর করুণ নায়ারের নবাগত জুটি। ১৫তম ওভারে দলের স্কোর যখন ৫৮, আউট হয়ে ফেরেন অভিষেককেই শতরান করা রাহুল (৩৩)। নায়ার (৩৯) আর অম্বতি রায়াডুর (৪১ অপরাজিত) জুটি ভারতকে জয়ের কাছে নিয়ে যাচ্ছিল। কিন্তু জয়ের লক্ষ্য থেকে মাত্র দু’রান দূরে নায়ারের উইকেট হারায় ভারত। ২৬.৫ ওভারে, ২ উইকেটে ১২৯ করে জয়েলাভ হয় ভারতের। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন চহ্বল।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন