খবর অনলাইন: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট পদ ছেড়ে দিলেন শশাঙ্ক মনোহর। সচিব অনুরাগ ঠাকুরকে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছেন তিনি। ২০১৫-এর অক্টোবরে জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর শশাঙ্ক বিসিসিআই প্রেসিডেন্ট হন।
শশাঙ্ক মনোহর দু’টি কারণে বিসিসিআই-এর দায়িত্ব ত্যাগ করলেন বলে মনে করা হচ্ছে। তিনি ব্যক্তিগত ভাবে এক ব্যক্তি এক পদ নীতিতে বিশ্বাসী। এ বার তাঁর আইসিসি’র প্রেসিডেন্ট হওয়ার কথা। সুতরাং তাঁর সরে দাঁড়ানো ছিল সময়ের অপেক্ষা। আইসিসিতে এতদিন তিনি ভারতীয় বোর্ডের প্রতিনিধিত্ব করেছেন। সেই পদ এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকেও ইস্তফা দিয়েছেন শশাঙ্ক। এ ছাড়াও লোঢা কমিশন বনাম বোর্ডের লড়াইয়ে বিব্রত ছিলেন শশাঙ্ক। যে ভাবে বোর্ডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেটা মানতে পারছিলেন না তিনি।
অনুরাগ ঠাকুর বলেছেন, আইসিসি’র প্রেসিডেন্টকে নিরপেক্ষ হতে হয়। কোনও সহযোগী সংস্থার সঙ্গে যুক্ত থাকা যায় না। তাই শশাঙ্ক মনোহর ইস্তফা দিয়েছেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।