রিওতে রবিবারও শুরুটা ভালো হল না ভারতের। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের যোগ্যতাঅর্জনকারী রাউন্ডেই ছিটকে গেলেন হিনা। তবে প্রথম দিকে ২৮ নম্বরে নেমে যাওয়া হিনা শেষের দিকে কিছুটা লড়াই দেন। ১৪তম স্থানে শেষ করে বিদায় নেন হিনা। যোগ্যতা অর্জন করতে হলে হিনাকে প্রথম আট জনের মধ্যে থাকতে হত।
অন্য দিকে সুখবর নিয়ে এসেছেন ভারতের মহিলা তিরন্দাজরা। দীপিকা কুমারি, লক্ষ্মীরানি মাঝি আর বম্বায়ালা দেবীদের ভারতীয় দল এলিমিনেটর রাউন্ডে কলোম্বিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল। রবিবার রাত ১১:৪৫-এ রাশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামছেন দীপিকারা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।