mankaur

ওয়েবডেস্ক: কথাতেই আছে বয়স একটা সংখ্যা মাত্র। ফের একবার তা প্রমাণিত হল। প্রমাণ করলেন ভারতের ১০২ বছর বয়সি মহিলা অ্যাথলিট মন কউর। পঞ্জাবের পাতিয়ালার এই মহিলা সম্প্রতি স্পেনের মালাগেতে অনুষ্ঠিত বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপের ২০০ মিটার রেসের, ১০০-১০৪ বয়সি বিভাগে জয়ী হয়েছেন। মাত্র ৩ মিনিট এবং ১৪.৬৫ সেকেন্ডে রেসটি শেষ ভারতের হয়ে স্বর্ণ পদক জিতেছেন তিনি। এটাই প্রথম নয়। এর আগে গত বছর নিউজিল্যান্ডে বিশ্ব মাস্টার্স গেমসে ১০০ মিটারেও সোনা জেতেন তিনি।

আরও পড়ুন: জীবনের শেষ টেস্টে মাঠের বাইরে বেনজির কাণ্ড কুকের

হিস্ট্ররি টিভি ১৮-এর তথ্য অনুযায়ী, ৯৩ বছর বয়সে নিজের কেরিয়ার শুরু করেন কউর। তাঁকে উৎসাহ এবং অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁর ছেলে ৭৮ বছর বয়সি গুরু দেব। যিনি নিজেও কী না একজন অংশগ্রহণকারী এই বিশ্ব মাস্টার্স চ্যাম্পিয়নশিপে।

সাক্ষাৎকারে তাঁর ছেলের বক্তব্য, “মা যখন প্রথমবার দৌড়াল, তখন মা ১০০ মিটারের ট্র্যাক এক মিনিট এক সেকেন্ডে শেষ করেছিল”।

 

তাঁর এই সাফল্যকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মডেল-অভিনেতা মিলিন্দ সোমান। পোস্টে তিনি জানান, “ওই হাসিটা দেখো। ভারতের মান কউর ২০০ মিটারে গোল্ড জিতেছেন বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্সে। বিশ্বের সব মানুষের কাছে এটা গর্বের ব্যাপার ওনাকে এই ভাবে দেখা”।

 

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন