বেলজিয়ামের কাছে ৩-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ভারতের পুরুষ হকি দল। শুটিং-এ পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে কোয়ালিফাই করতে পারলেন না গগন নারাং, তৈন সিং। ২০০৪, ২০০৮, ২০১২ সালে পরপর ৩ বার পদক জয়ের পর এ বছর ১২ জনের শুটিং দল পাঠানো হয়েছিল। কিন্তু পদক এল না। তৃতীয় স্থানের লড়াইয়ে চেক জুটির কাছে ১-৬, ৫-৭ সেটে হারলেন সানিয়া মির্জা- রোহন বোপান্না। অর্থাৎ পদক এল না টেনিস থেকেও। সব মিলিয়ে আগের দিনগুলোর মতই নবম দিনটাও খারাপ গেল ভারতের।
তবে সাইনা নেহওয়াল হারলেও ব্যাডমিন্টনে আশা জাগিয়ে রেখেছেন পি ভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত। প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন সিন্ধু, নক আউটে গেলেন শ্রীকান্ত-ও।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।