প্যারিস: ২০২৪-এর প্যারালিম্পিক্স থেকে এখনও পর্যন্ত ৪টি পদক এল ভারতের ঘরে। চতুর্থ পদকটি এল পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ইভেন্ট থেকে। রৌপ্যপদক পেলেন মনীশ নারোয়াল।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক্স শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই গত বুধবার শুরু হয়ে গিয়েছে প্যারালিম্পিক গেমস। গেমসের প্রথম দিনে ভারতের ঝুলিতে কোনো পদক না এলেও শুক্রবার এল ৪টি পদক – ১টি সোনা, ১টি রুপো এবং ২টি ব্রোঞ্জ। আপাতত পদক তালিকায় ভারত রয়েছে ১৭তম স্থানে।
প্যারিস প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা জেতার আশা জাগিয়েছিলেন মনীশ। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ইভেন্টের ফাইনালে প্রথম দিকে তিনি বেশ কিছুক্ষণ শীর্ষে ছিলেন। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার জিয়ংডু জো অভিজ্ঞ লড়াকু অ্যাথলেট। শেষ পর্যন্ত ২৩৪.৯ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় হন মনীশ। তিনি অল্পের জন্য কাছে হার মানলেন জিয়ংডুর কাছে। জিয়ংডুর স্কোর ২৩৭.৪।
ভারতের ঘরে যে ৪টি পদক এল তার ৩টি এল শুটিং থেকে। মনীশের আগে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ১ ইভেন্টে সোনা জিতে নেন অবনী লেখারা এবং ব্রোঞ্জ জেতেন মোনা আগরওয়াল। মহিলাদের ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতেন প্রীতি পাল। প্যারালিম্পিক গেমস-এর আসরে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে এই প্রথম পদক পেল ভারত।
আরও পড়ুন
প্যারিস প্যারালিম্পক্স ২০২৪: শুটিং-এ সোনা অবনীর, ব্রোঞ্জ পেলেন মোনা, দৌড়ে ব্রোঞ্জ জিতলেন প্রীতি পাল