Homeখেলাধুলোদাবা অলিম্পিয়াডে এই প্রথম সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা দল

দাবা অলিম্পিয়াডে এই প্রথম সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা দল

প্রকাশিত

বুদাপেস্ট (হাঙ্গেরি): ৪৫তম দাবা অলিম্পিয়াডে ইতিহাস সৃষ্টি করল ভারত। ফাইনালে রাউন্ডে প্রতিপক্ষদের হারিয়ে এই প্রথম ভারতের পুরুষ এবং মহিলা টিম সোনা জিতল। পুরুষদের দল হারাল স্লোভেনিয়াকে আর মহিলাদের দল হারাল আজারবাইজানকে।

পুরুষদের দলে ছিলেন ডি গুকেশ, অর্জুন এরিগাইসি এবং আর প্রজ্ঞানানন্দ। ফাইনাল রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে লড়েন ভ্লাদিমির ফেদোসিভের। ১৮ বছর বয়সি গ্র্যান্ডমাস্টার কৌশলী চাল চেলে ফেদোসিভকে পরাস্ত করেন। অর্জুন এরিগাইসিরও ছিল কালো ঘুঁটি। তিনি হারালেন ইয়ান সুবেলিকে। আর প্রজ্ঞানানন্দ চূড়ান্ত ফর্ম দেখিয়ে আন্তন দেমচেনকোকে মাত করলেন। একাদশ রাউন্ডে স্লোভেনিয়াকে ৩-০ ফলে হারিয়ে এক গেম বাকি থাকতেই ভারত সোনা জিতে নিল।

indian chess men 23.09

ভারতের পুরুষ দাবা দল। রয়েছেন বিশ্বনাথন আনন্দ। ছবি Chess Olympiad 2024 ‘X’ থেকে নেওয়া।

একমাত্র উজবেকিস্তান ছাড়া বাকি সব প্রতিপক্ষকেই পরাস্ত করেছে ভারত। উজবেকিস্তানের সঙ্গে ফল ২-২। সম্ভাব্য ২২ পয়েন্টের মধ্যে ভারত পেল ২১ পয়েন্ট।

দাবা অলিম্পিয়াডে স্লোভেনিয়ার বিরুদ্ধে খেলার আগে ভারতের পয়েন্ট ছিল ১০ রাউন্ডে ১৯। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল চিন। শেষ রাউন্ডে আমেরিকার বিরুদ্ধে দুটি খেলায় পয়েন্ট নষ্ট করে চিন। তখনই ভারতের সোনা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল।

indian chess women 23.09

ভারতের পুরুষ দাবা দল। ছবি Chess Olympiad 2024 ‘X’ থেকে নেওয়া।

পুরুষদের পাশাপাশি মেয়েরাও সোনা জিতল ৪৫তম দাবা অলিম্পিয়াডে। তারা আজারবাইজানের বিরুদ্ধে জিতল ৩.৫-০.৫ ফলে।

দশম রাউন্ডে চিনকে হারিয়ে সোনার কাছে চলে গিয়েছিল ভারতের মহিলা দল। শেষ রাউন্ডে ভারতের প্রতিপক্ষ ছিল আজেরবাইজান। ডি হারিকা, দিব্যা দেশমুখ ও বন্তিকা আগরওয়াল নিজেদের ম্যাচ জেতেন। কিন্তু ড্র করেন আর বৈশালী। তবে এতে কোনো অসুবিধা হয়নি। আজেরবাইজানের বিরুদ্ধে স্বচ্ছন্দে জিতে প্রথমবার ভারতের মহিলা দলও অলিম্পিয়াডে সোনা জিতে নিল।

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

৩৮ বছর বয়সে রাফায়েল নাদালের টেনিস থেকে অবসর ঘোষণা, ফিরে দেখা তাঁর সেরা ৫ পারফরম্যান্স

৩৮ বছর বয়সে রাফায়েল নাদাল টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন। নভেম্বরের ডেভিস কাপ টুর্নামেন্ট, যা স্পেনের মালাগাতে অনুষ্ঠিত হবে, তার শেষ প্রতিযোগিতা হিসেবে নির্ধারিত হয়েছে।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন ভারত, চিনকে ১-০ ব্যবধানে হারাল হরমনপ্রীরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল। হরমনপ্রীত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত