Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টন, তিরন্দাজিতে ‘রাউন্ড অফ ১৬’-য় প্রণয়-লক্ষ্য-সিন্ধু এবং দীপিকা, বক্সিং-এ...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টন, তিরন্দাজিতে ‘রাউন্ড অফ ১৬’-য় প্রণয়-লক্ষ্য-সিন্ধু এবং দীপিকা, বক্সিং-এ লাভলিনা ও নিশান্ত কোয়ার্টার ফাইনালে   

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

খবর অনলাইন ডেস্ক: বুধবার প্যারিস অলিম্পিক্সের পঞ্চম দিনে ভারত বেশ কিছু খেলায় যোগ দেয়। এর মধ্যে ছিল তিরন্দাজি, বক্সিং, শুটিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং ইকুয়েস্ট্রিয়ান। এই খেলাগুলি থেকে যেমন সাফল্যের খবর এসেছে, তেমনই রয়েছে ব্যর্থতার খবর।

ব্যাডমিন্টনে দুর্দান্ত লড়াই করে এইচএস প্রণয় পৌঁছে গিয়েছেন ‘রাউন্ড অফ ১৬’-য়। লক্ষ্য সেন এবং পিভি সিন্ধুও একই রাউন্ডে পৌঁছেছেন। তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে দীপিকা কুমারী এদিন পর পর দুটি রাউন্ডে জিতে জায়গা করে নিয়েছেন ‘রাউন্ড অফ ১৬’-য়। বক্সিং-এও এসেছে সাফল্য। লাভলিনা বরগোহাইঁ ও নিশান্ত দেব পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে। শুটিং-এ পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে স্বপ্ননীল কুশালে ফাইনালে উঠেছেন।     

টেবিল টেনিস থেকে ব্যর্থতার খবর। শ্রীজা আকুলা এবং মণিকা বাত্রা ছিটকে গিয়েছেন ‘রাউন্ড অফ ১৬’ থেকে। তিরন্দাজিতেও রয়েছে ব্যর্থতার খবর। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে ‘রাউন্ড অফ ৬৪’-তে বিদায় নিয়েছেন তরুণদীপ রাই। শুটিং-এ বিদায় নিয়েছেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমার।

পঞ্চম দিনে ভারতের ফল

ব্যাডমিন্টন

এস্তোনিয়ার ক্রিস্তিন কুবাকে ২১-৫, ২১-১০ ফলে হারিয়ে ‘রাউন্ড অফ ১৬’-য় পিভি সিন্ধু।

প্রথম গেমে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নিলেন এইচএস প্রণয়। ভিয়েতনামের লে দুক ফাতকে ১৬-২১, ২১-১১, ২১-১২ ফলে হারিয়ে ‘রাউন্ড অফ ১৬’-য়।

ইন্দোনেশিয়ার জোনাতন খ্রিস্টিকে ২১-১৮, ২১-১২ ফলে হারিয়ে ‘রাউন্ড অফ ১৬’-য় লক্ষ্য সেন।

টেবিল টেনিস

‘রাউন্ড অফ ১৬’ থেকে বিদায় নিলেন শ্রীজা আকুলা। তিনি শীর্ষ বাছাই চিনের সান ইংশার কাছে ০-৪ গেমে পরাজিত হলেন। একই ভাবে বিদায় নিলেন মণিকা বাত্রা। জাপানের মিউ হিরানোর ১-৪ গেমে হার মানলেন।

শুটিং

শুটিং-এ পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ৫৯০ পয়েন্ট স্কোর করে সপ্তম স্থান দখল করে স্বপ্ননীল কুশালে ফাইনালে উঠেছেন। ওই একই ইভেন্টে একাদশ স্থান পেয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমার।

মেয়েদের ট্র্যাপ কোয়ালিফিকেশনের দ্বিতীয় দিনে রাজেশ্বরী কুমারী এবং শ্রেয়সী সিং যথাক্রমে ২২তম ও ২৩তম স্থানে রয়েছেন।

বক্সিং

মেয়েদের ৭৫ কেজি বিভাগের ‘রাউন্ড অফ ১৬’-য় এস্তোনিয়ার সুনিভা হফস্টাদকে হারিয়ে লাভলিনা বরগোহাইঁ পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে।

পুরুষদের ৭১ কেজি বিভাগের ‘রাউন্ড অফ ১৬’-য় একুয়াদোরের খোসে গাব্রিয়েল রদরিগুয়েজ তেনরিওকে হারিয়ে নিশান্ত দেব পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে।

তিরন্দাজি

মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের ‘রাউন্ড অফ ৬৪’-তে দীপিকা কুমারী এস্তোনিয়ার রিনা পারনাতকে ৬-৫ স্কোরে হারিয়ে পৌঁছোন ‘রাউন্ড অফ ৩২’-এ। তার পর নেদারল্যান্ডসের কুইন্তি রোয়েফেনকে ৬-২ স্কোরে হারিয়ে পৌঁছে গেলেন ‘রাউন্ড অফ ১৬’-য়।

পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের ‘রাউন্ড অফ ৬৪’-তে তরুণদীপ রাই গ্রেট ব্রিটেনের টম হলের কাছে ৪-৬ স্কোরে বিদায় নিলেন।

ইকুয়েস্ট্রিয়ান

গ্রুপ ‘ই’-তে নবম স্থানে থেকে বিদায় নিলেন অনুশ আগরওয়ালা।

সাম্প্রতিকতম

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। চলবে সপ্তাহজুড়ে। দক্ষিণের তিনটি জেলায় এখনও জারি রয়েছে সতর্কতা।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

আরও পড়ুন

অবশেষে ৯০ মিটার পার, তবু সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুড়েও প্রথম হতে পারলেন না নীরজ চোপড়া। সোনা জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

নেতাজি ইন্ডোরে সূচনা হল নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসরের সূচনা হল।...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে...