Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: ১০ মিটার এয়ার পিস্তলে মনু ভাকের ফাইনালে, ব্যাডমিন্টনে এগোলেন...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ১০ মিটার এয়ার পিস্তলে মনু ভাকের ফাইনালে, ব্যাডমিন্টনে এগোলেন লক্ষ্য ও সাত্ত্বিক-চিরাগ জুটি, হকিতে এল জয়   

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভারতের অলিম্পিক্স-অভিযান মোটামুটি ভালো ভাবেই শুরু হল। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ফাইনালে পৌঁছে গেলেন মনু ভাকের। জয় দিয়ে শুরু করল ভারতের পুরুষ হকি দল। ব্যাডমিন্টনে জয় পেলেন লক্ষ্য সেন এবং সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। মেয়েদের বক্সিং-এ জয়ের স্বাদ পেয়েছেন প্রীতি পওয়ার।

শুটিং-এ পদক জয়ের আশা মনুর

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় স্থানে থেকে মনু ভাকের ফাইনালে পৌঁছে গেলেন। প্রতিটি সিরিজে ১০টি করে ৬টি সিরিজে মোট ৬০টি শট নিতে হয় খেলোয়াড়দের। ৬০টি শটের মধ্যে ৪১টি শটে মনু পুরো ১০ পয়েন্ট পান। শেষ পর্যন্ত ৫৮০ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়ে মনু পৌঁছে গেলেন ফাইনালে।

মনুর সতীর্থ রিদম সাঙ্গোয়ান ফাইনালে পৌঁছোতে ব্যর্থ হলেন। তিনি শেষ করলেন ১৫তম স্থানে থেকে।

১০ মিটার এয়ার রাইফেল মিক্সড্‌ ইভেন্টে কোনো ভারতীয় জুটিই ফাইনালে পৌঁছোতে পারলেন না। অর্জুন বাবুতা ও রমিতা জিন্দলের জুটি শেষ করল ষষ্ঠ স্থানে থেকে এবং সন্দীপ সিং ও এলাবেনিল বালারিবনের জুটি শেষ করল দ্বাদশ স্থানে থেকে।

পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টেও ভারতের ফল ভালো হল না। ফাইনালে পৌঁছোতে পারলেন না অর্জুন চিমা এবং সরবজোত সিং। সরবজোতের দুর্ভাগ্য। অষ্টম স্থানে থাকা শুটারের সঙ্গে টাই হয়েছিল তার। কিন্তু ‘ইনার ১০’ ১টা কম থাকায় তিনি নবম স্থানে থাকলেন। ফলে ফাইনালে যাওয়া হল না।

টেবিল টেনিসে এগোলেন হরমিত দেশাই

জর্ডনের জাইদ আমনকে ৪-০ ফলে হারিয়ে হরমিত দেশাই পৌঁছে গেলেন ‘রাউন্ড অফ ৬৪’-তে। হরমিত দেশাইয়ের পক্ষে ফল ১১-৭, ১১-৯, ১১-৫ এবং ১১-৫। ‘রাউন্ড অফ ৬৪’-এ ফ্রান্সের ফেলিক্স লেব্রুনের মুখোমুখি হবেন হরমিত।

paris lakhya 28.07

জিতলেন লক্ষ্য সেন। India at Paris 2024 Olympics ‘X’ handle থেকে নেওয়া।

ব্যাডমিন্টনে এগোলেন লক্ষ্য সেন এবং সাত্ত্বিক-চিরাগ জুটি

পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে গুয়াতেমালার কেভিন কর্ডনের বিরুদ্ধে সরাসরি জয় পেলেন লক্ষ্য সেন। প্রথম গেম সহজেই জিতে নেন লক্ষ্য। ফল ২১-৮। কিন্তু দ্বিতীয় গেমে কর্ডন বেশ বেগ দেন লক্ষ্যকে। ম্যাচ একসময় পৌঁছে যায় ২০-২০ পয়েন্টে। শেষ পর্যন্ত লক্ষ্য ২২-২০ পয়েন্টে গেম জিতে পরবর্তী রাউন্ডে পৌঁছে যান।

ওদিকে পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি ফ্রান্সের কোরভি ও লাবারের জুটিকে হারায় ২১-১৭, ২১-১৪ স্ট্রেট সেটে।

কিন্তু মেয়েদের ডাবলসে অশ্বিনী পোনাপ্পা ও তনিশা ক্রাস্তোর জুটি দক্ষিণ কোরিয়ার কিম সো ইয়ং ও কং হি অং-এর কাছে হেরে গেল স্ট্রেট সেটে।           

হকিতে ৩-২ গোলে জয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে

এদিন পুরুষদের হকিতে হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় দল ৩-২ গোলে হারাল নিউজিল্যান্ডকে। প্রথম কোয়ার্টারে ভারত ০-১ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয় কোয়ার্টারে মনদীপ সিংয়ের গোলে ভারত সমতা ফেরায়।

তার পর বিবেকের গোলে ভারত ২-১ ফলে এগিয়ে যায়। বিবেকের গোল নিয়ে প্রথমে একটু সংশয় সৃষ্টি হয়েছিল। প্রথমে মনে হয়েছিল বলটা গোললাইন পেরিয়ে গিয়েছিল। রেফারির মত চান অন-ফিল্ড আম্পায়ার। শেষ পর্যন্ত সিদ্ধান্ত ভারতের পক্ষে যায়।

চতুর্থ তথা শেষ কোয়ার্টারে নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে নিউজিল্যান্ড ২-২ করে। ম্যাচের প্রায় শেষ মুহূর্তে ভারত পেনাল্টি স্ট্রোক পায়। সেখান থেকে গোল করতে কোনো ভুলচুক করেননি হরমনপ্রীত। ভারত জিতে যায় ৩-২ গোলে।

paris preeti 28.07

‘রাউন্ড অফ ১৬’-য় প্রীতি পওয়ার। India at Paris 2024 Olympics ‘X’ handle থেকে নেওয়া।

বক্সিং-এ ‘রাউন্ড অফ ১৬’-য় প্রীতি

মেয়েদের ৫৪ কেজি বিভাগে প্রীতি পওয়ার পৌঁছে গেলেন ‘রাউন্ড অফ ১৬’-য়। প্রথম রাউন্ডে জিতে যান ভিয়েতনামী প্রতিদ্বন্দ্বী থি কিম আন ভো। দ্বিতীয় রাউন্ডে লড়াইয়ে ফিরে আসেন প্রীতি। শেষ রাউন্ডে ভিয়েতনামী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি পৌঁছে গেলেন পরবর্তী রাউন্ডে।

রোয়িং-এ এগোলেন বলরাজ পানোয়ার

রোয়িং-এ ভারতের একমাত্র প্রতিদ্বন্দ্বী বলরাজ পানোয়ার। পুরুষদের সিঙ্গল স্কালস হিটে ৭:০৭.১১ মিনিট সময় করে রিপেচেজে উন্নীত হয়েছেন।

আরও পড়ুন 

প্যারিস অলিম্পিক্স ২০২৪: সেইন নদীতে ভাসমান প্যারেডের মাধ্যমে শুরু হল গেম্‌স

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

অবশেষে ৯০ মিটার পার, তবু সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুড়েও প্রথম হতে পারলেন না নীরজ চোপড়া। সোনা জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

নেতাজি ইন্ডোরে সূচনা হল নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসরের সূচনা হল।...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে