এই প্রথম এত বড় পুরস্কার অর্থ ঘোষণা করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। রিও অলিম্পিকে প্রত্যেক সোনাজয়ীকে ৫০ লক্ষ টাকা দেবে তারা, রুপোজয়ীরা পাবেন ৩০ লক্ষ, ২০ লক্ষ টাকা করে পাবেন ব্রোঞ্জজয়ীরা। উদ্বোধনী অনুষ্ঠানের আগে দলের ম্যানেজার ও কোচেদের সঙ্গে বৈঠকে একথা ঘোষণা করেন আইওএ প্রেসিডেন্ট এন রামচন্দ্রন ও মহাসচিব রাজীব মেহতা।
এখানেই শেষ নয়। পদকজয়ীরা যত টাকা পাবেন, তাদের কোচেরা পাবেন তার অর্ধেক টাকা। অর্থাৎ কোনও প্রতিযোগী সোনা জিতলে ৫০ লক্ষ পাবেন, তাঁর কোচ পাবেন ২৫ লক্ষ টাকা।
আইওএ প্রেসিডেন্ট রামচন্দ্রন বলেন, ‘এই প্রথম আমরা এমন একটি পদক্ষেপ করছি। আশা করি, এই ঘোষণা প্রতিযোগীদের বাড়তি উৎসাহ জোগাবে। অন্যান্যবারের তুলনায় বেশি পদকের আশা নিয়ে এবার ভারত অলিম্পিকে এসেছে’।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।