খবর অনলাইন : আইপিএল-এর ম্যাচ আয়োজন করা নিয়ে বড়ো ধাক্কা খেল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মুম্বই হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ৩০ এপ্রিলের পর মহারাষ্ট্রে যতগুলো আইপিএল ম্যাচ হওয়ার কথা তার সব কটাই রাজ্যের বাইরে নিয়ে যেতে হবে। মহারাষ্ট্রে খরাজনিত পরিস্থিতির জন্য মুম্বই, পুনে এবং নাগপুরে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে যে জনস্বার্থের মামলা দায়ের করা হয়, সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট বুধবার এই নির্দেশ দিয়েছে। এর ফলে মোট ১৩টি ম্যাচ মহারাষ্ট্রের বাইরে নিয়ে যেতে হবে। এর মধ্যে মুম্বইয়ে ২৯ মে যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা, সেটিও আছে।
রায় শুনে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল স্বীকার করেন, এখন ১৩টি ম্যাচ মহারাষ্ট্রের বাইরে নিয়ে যাওয়া বেশ বড়ো সমস্যা। তিনি বলেন, “গত মাসে নাগপুর ও মুম্বইয়ে যখন টি-২০ বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হয়, তখন জল নিয়ে কোনও প্রশ্ন তোলা হয়নি। আইপিএল ম্যাচ আয়োজন করা বিশাল ব্যাপার। সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। এখন ম্যাচ সরানো বড়ো সমস্যা। যা-ই হোক আমরা এখনও কোর্টের লিখিত নির্দেশ পাইনি। পেলে সেটি ভালো করে খুঁটিয়ে পড়ে পরবর্তী পরিকল্পনা ঠিক করব। আমরা কোর্টকে সম্মান করি।” ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিতে হবে বলে শুক্ল জানান।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।