Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৫: ফের হার হায়দরাবাদের, স্টার্কের ৫ উইকেট, ডুপ্লেসি-অভিষেকের ব্যাটিং ঝড়ে জয়...

আইপিএল ২০২৫: ফের হার হায়দরাবাদের, স্টার্কের ৫ উইকেট, ডুপ্লেসি-অভিষেকের ব্যাটিং ঝড়ে জয় পেল দিল্লি

প্রকাশিত

সানরাইজার্স হায়দরাবাদ: ১৬৩ (১৮.৩ ওভার) (অনিকেত বর্মা ৭৪, হাইনরিখ ক্লাসেন ৩২, মিচেল স্টার্ক ৫-৩৫, কুলদীপ যাদব ৩-২২)
দিল্লি ক্যাপিটলস: ১৬৬-৩ (১৬ ওভার) (ফাফ ডুপ্লেসি ৫০, জেক ফ্রেজার-ম্যাকগার্ক ৩৮, অভিষেক পোড়েল ৩৪ নট আউট, জিশান আনসারি ৩-৪২)

বিশিখাপত্তনম: প্রথমে বল হাতে মিচেল স্টার্কের দাপট, সঙ্গী কুলদীপ যাদব। পরে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছোতে ব্যাটিং-এ ঝড় ফাফ ডুপ্লেসির। সঙ্গী জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও অভিষেক পোড়েল। এ বারের আইপিএল-এ পর পর দুটি ম্যাচে জয় পেল দিল্লি ক্যাপিটলস। আর সানরাইজার্স হায়দরাবাদের তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হার। এর আগের ম্যাচেই তারা হেরেছিল লখনউ সুপার জায়ান্টস-এর কাছে। এ দিন ৩৫ রানে ৫ উইকেট তুলে নিয়ে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন মিচেল স্টার্ক।

রবিবার বিশাখাপত্তনমের ড. ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে হায়দরাবাদই ব্যাটিং নেয়। এ বারের আইপিএল-এ টসে জিতে দলগুলি যে সিদ্ধান্ত নিচ্ছে, হায়দরাবাদ এ দিন কিন্তু সে পথে গেল না এবং না গিয়ে নিজেদের বিপদই ডেকে আনল। নির্ধারিত ২০ ওভারের ৮ বল বাকি থাকতেই মাত্র ১৬৩ রানে গুটিয়ে গেল হায়দরাবাদের ইনিংস। ইনিংসের গোড়ার দিকে ও শেষের দিকে স্টার্কের এবং মাঝখানে কুলদীপ যাদবের মোকাবিলাই করতে পারলেন না হায়দরাবাদের ব্যাটাররা। একমাত্র ব্যতিক্রম অনিকেত বর্মা (৪১ বলে ৭৪ রান) এবং কিছুটা হাইনরিখ ক্লাসেন (১৯ বলে ৩২ রান)।

নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে হায়দরাবাদের। ৩৭ রানের মধ্যে পড়ে যায় ৪ উইকেট। এর পর পরিস্থিতি কিছুটা সামাল দেন অনিকেত ও হাইনরিখ। কিন্তু দলের ১১৪ রানে মোহিত শর্মার বলে হাইনরিখ বিদায় নিতেই আবার উইকেট পড়া শুরু হয় হায়দরাবাদের। শেষ ৫ উইকেটে যোগ হয় মাত্র ৪৯ রান। ২২ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন কুলদীপ যাদব।

দিল্লির জয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৬৪ রান। মাত্র ৩ উইকেট হারিয়ে ৪ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় দিল্লিতে। ইনিংসের গোড়া থেকেই ঝড় তোলেন ডুপ্লেসি। তাঁকে সঙ্গ দেন ম্যাকগার্ক। ২৭ বলে ৫০ রান করে জিশান আনসারির বলে উইয়ান মুল্ডারকে ক্যাচ দিয়ে ডুপ্লেসি যখন বিদায় নেন, দলের রান তখন ৮১। জয় তখন ৮৩ রান দূরে, হাতে বল ১০.৫ ওভার। এর পর ম্যাকগার্ক (৩২ বলে ৩৮ রান) এবং কে এল রাহুল (৫ বলে ১৫ রান) আনসারির শিকার হলেও দিল্লির অসুবিধা হয়নি। বাকি কাজ অবিচ্ছেদ্য থেকে সমাধা করেন বাংলার অভিষেক পোড়েল (১৮ বলে ৩৪ রান) এবং ট্রিস্টান স্টাবস (১৪ বলে ২১ রান)। ২৪ বল বাকি থাকতেই দিল্লি। জিতে যায় ৭ উইকেটে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...