খবর অনলাইন ডেস্ক: পঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএল-এ প্লে অফে চলে গেছে আগেই। কিন্তু কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমিনেটরে কে কার মুখোমুখি হবে, তা বোঝা যাচ্ছিল না। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জেতার পরে ছবিটা স্পষ্ট হয়ে গেল।
মঙ্গলবার লখনউয়ের ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে বেঙ্গালুরু ৬ উইকেটে হারায় লখনউকে। প্রথমে ব্যাট করে লখনউ করে ৩ উইকেটে ২২৭। সৌজন্যে এবারের আইপিএল-এ টানা ব্যর্থ ঋষভ পন্থের অপরাজিত ১২৭ এবং মিচেল মার্শের ৬৭ রান। বেঙ্গালুরের সমর্থকরা কিছুটা সন্দিহান ছিলেন জয় নিয়ে। কিন্তু এই বিশাল রান তাড়া করে জিতে গেল বেঙ্গালুরু। সৌজন্যে জিতেশ শর্মার অপরাজিত ৮৫ এবং বিরাট কোহলির ৫৪ রান।
এই জয়ের পরে বেঙ্গালুরু তথা আরসিবি ১৪ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট সংগ্রহ করে। সোমবার পঞ্জাব কিংস ৭ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্সকে। পঞ্জাবেরও সংগ্রহ হয় ১৪ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট। কিন্তু নেট রানরেটের নিরিখে পঞ্জাব রয়েছে টেবিলের শীর্ষ স্থানে আর আরসিবি দ্বিতীয় স্থানে। পঞ্জাবের কাছে হেরে মুম্বইয়ের সংগ্রহ ১৪ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট। তারা রয়েছে টেবিলের চতুর্থ স্থানে। ১৪ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে গুজরাত রয়েছে তৃতীয় স্থানে।
ফলে কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হবে পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এলিমিনেটরে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার কোয়ালিফায়ার ওয়ানের খেলা। ওই খেলায় যে জিতবে সে সরাসরি ফাইনালে চলে যাবে। এলিমিনেটরের খেলা শুক্রবার। এই খেলায় যে হারবে সে এবারের আইপিএল থেকে বিদায় নেবে। কোয়ালিফায়ার টু-এর খেলা রবিবার। এখানে মুখোমুখি হবে কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দল এবং এলিমিনেটরের জয়ী দল। এই খেলায় জয়ী দল চলে যাবে ফাইনালে। ফাইনাল হবে ৩ জুন, মঙ্গলবার।