ওয়েবডেস্ক: আইপিএলের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ভাল খেলেও হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। দুশো রানের গণ্ডি পেরিয়েও হার, কিছুতেই মানতে পারছেন না কর্মকর্তা থেকে শুরু করে সমর্থকরা। তাদের কাছে এই মুহূর্তে ভিলেন, পেস বোলার বিনয় কুমার। জয়ের জন্য চেন্নাইয়ের দরকা ছিল ১৯ রান। শেষ ওভারে বল করতে এসে, বিশ্রী বোলিংয়ের সুবাদে প্রথম পাঁচ বলেই চেন্নাইকে সেই রান উপহার দেন বিনয়। শুধু তাই নয়, প্রথম ম্যাচেও এইরকম বোলিং ছিল তার। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কাঁটাছেড়া চলে মঙ্গলবারের ম্যাচের পর।
নিজেকে এইভাবে ট্রল হতে দেখে চুপ করে বসে থাকতে পারেননি বিনয়। টুইট করে তিনি জানান, “বন্ধুরা চাপ নিয়ো না। এটা শুধু একটা খেলা। খেলাতে এমন হতেই পারে। তোমরা কোথায় ছিলে যখন আমি রয়্যাল চ্যালেঞ্জারর্সের বিরুদ্ধে ৯ রান আটকে ছিলাম। এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০ রান। এটা খেলার অঙ্গ। রিল্যাক্স কর তোমরা”।
Hey guys take it easy, it’s just a game. Where were you all when I defended 9 runs against RCB and 10 runs against Mumbai Indians!! Sometimes things do go wrong so CHILL….
— Vinay Kumar R (@Vinay_Kumar_R) April 11, 2018
নিজের পোস্টে দুটি খেলার উল্লেখ করেন তিনি। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জারর্স। অপরটি ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জারর্স।