বেঙ্গালুরু: সেই আশঙ্কাই সত্যি হল। বৃষ্টিতে ভেসে গেল কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল দু’ দলের মধ্যে। এ বারের আইপিএল-এ প্লে অফের লড়াইয়ে ঠিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত কেকেআর-কে। কিন্তু তা আর হল না। ফলে প্লে অফের লড়াই থেকে ছিটিকে গেল কলকাতা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলা হয়েছিল, শনিবার সন্ধে থেকে রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ভালোরকমই রয়েছে। সন্ধে ৭টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৩৪%। রাত যত গড়াবে, বৃষ্টির সম্ভাবনা তত বাড়বে। রাত ১০টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৫১%। পূর্বাভাস যা দেওয়া হয়েছিল, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সে ভাবেই শুরু হয় বৃষ্টি। বেশ জোরেই শুরু হয় বৃষ্টি। পরে কিছুটা কমলেও কিছুক্ষণ পরেই তোড়ে বৃষ্টি নামে। ফলে রাত ১০-২৪ মিনিটে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়।
এ দিনের পরিত্যক্ত ম্যাচের পর কেকেআর-এর পয়েন্ট দাঁড়াল ১৩ ম্যাচ থেকে ১২ পয়েন্ট। চারটি দল প্লে অফের লড়াই থেকে বেরিয়ে গেল। কেকেআর ছাড়া বাকিরা হল রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে থাকল আরসিবি।