Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৫: ধ্রুব-যশস্বী-বৈভব জেতাতে পারলেন না রাজস্থানকে, প্লে অফে চলে গেল পঞ্জাব

আইপিএল ২০২৫: ধ্রুব-যশস্বী-বৈভব জেতাতে পারলেন না রাজস্থানকে, প্লে অফে চলে গেল পঞ্জাব

প্রকাশিত

পঞ্জাব কিংস: ২১৯-৫ (নেহাল ওয়াধেরা ৭০, শশাঙ্ক সিংহ ৫৯ নট আউট, তুষার দেশপাণ্ডে ২-৩৭)

রাজস্থান রয়্যালস: ২০৯-৭ (ধ্রুব জুরেল ৫৩, যশস্বী জয়সোয়াল ৫০, হরপ্রীত ৩-২২, মার্কো ইয়ানসেন ২-৪১)

জয়পুর: নিজের ভুল শুধরে রানে ফিরেছিল ছেলেটা, ১৪ বছরের বৈভব সূর্যবংশী। করল ১৫ বলে ৪০ রান। শুধু সে-ই নয়, অর্ধশতরান করলেন ধ্রুব জুরেল আর যশস্বী জয়সোয়াল। তা সত্ত্বেও জয়ের লক্ষ্যমাত্রা থেকে ১০ রান দূরে থেকে গেল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস তোলে ৫ উইকেটে ২১৯ রান। সৌজন্যে নেহাল ওয়াধেরার ৭০ রান, শশাঙ্ক সিংহের ৫৯ নট আউট। রাজস্থান রয়্যালস শেষ করল ৭ উইকেটে ২০৯ রানে। পঞ্জাব জয় পেল ১০ রানে। ২২ রানে ৩ উইকেট নিয়ে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন হরপ্রীত ব্রার।

এই জয়ের ফলে পঞ্জাব কিংসের ১২ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ১৭। ও দিকে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে গুজরাত টাইটান্স প্লে অফে জায়গা করে নেওয়ায় পঞ্জাব জায়গা করে নিল প্লে অফে। আর রাজস্থান রয়্যালসের কাছে ছিল এটা সম্মানরক্ষার লড়াই। কারণ তারা অনেক আগেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। কিন্তু রবিবারের লড়াইয়েও তাদের তরী তীরে এসে ডুবল। ১৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে তারা থাকল লিগ টেবিলের নবম স্থানে।

টসে জিতে ব্যাট নিল পঞ্জাব          

রবিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। কিন্তু শুরুটা তাদের একদমই ভালো হয়নি। যে ওপেনিং স্ট্যান্ড পঞ্জাবের বড়ো ভরসা, সেই জুটিই আজ ব্যর্থ হল। ৩৪ রানের মধ্যে ফিরে গেলেন প্রিয়াংশ আর্য, মিচেল ওয়েন এবং প্রভসিমরন সিং। এর পর পঞ্জাবের অতি বড়ো সমর্থকও আশা করতে পারেননি তাদের দল দুশোর গণ্ডি পেরোবে।

ipl pbks wins 19.05

অধিনায়ক শ্রেয়স আয়ারের উচ্ছ্বাস। ছবি ‘X’ থেকে নেওয়া।

হাল ধরলেন নেহাল ওয়াধেরা ও অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁরা দলের স্কোর নিয়ে গেলেন ১০.৩ ওভারে ১০১-এ। ২৫ বলে ৩০ রান করে রিয়ান পরাগের বলে যশস্বীকে ক্যাচ দিয়ে শ্রেয়স ফিরে যাওয়ার পরে নেহালের সঙ্গী হলেন শশাঙ্ক সিংহ। ব্যাটে ঝড় তুললেন দু’জনে। দলের ১৫৯ রানে বিদায় নিলেন নেহাল (৩৭ বলে ৭০ রান), আকাশ মাধওয়ালের বলে হেটমেয়ারকে ক্যাচ দিয়ে। বাকি কাজ সাঙ্গ করলেন শশাঙ্ক (৩০ বলে ৫৯ নট আউট) এবং আজমাতুল্লাহ ওমরজাই (৯ বলে ২১ নট আউট)। পঞ্জাব পৌঁছে গেল ৫ উইকেটে ২১৯ রানে।

শুরুটা ভালো করেও ব্যর্থ রাজস্থান

জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে আজ দারুণ শুরু করে রাজস্থানের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সোয়াল। এই জুটি ৪.৫ ওভারে তুলে ফেলল ৭৬ রান। তখন মনে হচ্ছিল এই ম্যাচে রাজস্থানই জিতবে। যথারীতি ঝড় তুলল বৈভব। কিন্তু দলের ৭৬ রানে হরপ্রীত ব্রারের বলে জেভিয়ার ব্রাটলেটকে ক্যাচ দিয়ে বিদায় নিল বৈভব। ৪টি ছয় এবং ৪টি চারের সাহায্যে তাঁর রান ৪০। মাত্র ১৫ বলে এই সংগ্রহ। তার পর যশস্বী জয়সোয়ালের সঙ্গী হলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। রান ওঠার গতি কিছুটা স্তিমিত হয়ে গেল। দলের স্কোর যখন ৮.৪ ওভারে ১০৯, বিদায় নিলেন যশস্বী (২৫ বলে ৫০ রান)। যশস্বীকেও তুলে নিলেন ব্রার।

জয় তখন ১১১ রান দূরে। হাতে ১১.২ ওভার। রান ওঠার যা গতি ছিল তাতে এই লক্ষ্যমাত্রায় পৌঁছোনো এমন কিছু কষ্টকর ছিল না রাজস্থানের কাছে। কিন্তু যশস্বী ফিরে যেতেই দলের স্কোরে ৫ রান যোগ হতেই ফিরে গেলেন সঞ্জু। দলের ১৪৪ রানে রিয়ান পরাগকে বোল্ড আউট করে দিলেন হরপ্রীত। এর পর ধ্রুব জুরেল (৩১ বলে ৫৩ রান) কিছুটা চেষ্টা করলেন। কিন্তু তেমন আর কাউকে সে ভাবে সঙ্গী পেলেন না। রাজস্থানে থেমে গেল ২০৯ রানে। ১০ রানে হেরে গেল তারা।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে