আইপিএল ম্যাচে ফোর্থ আম্পায়ারের ভূমিকা আরও প্রসারিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি অধিনায়কদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে।
ফোর্থ আম্পায়ার সাধারণত ম্যাচের দিন বাউন্ডারি লাইনের বাইরে কাজ করেন। তিনি ম্যাচের দিন এবং অনুশীলনের সময় ব্যাটের আকার চাইলেই পরীক্ষা করার ক্ষমতা রাখেন। এছাড়া, যেসব বোলার চার ওভার বল করার পর মাঠ ছাড়েন এবং যাঁরা বারবার একই কাজ করেন, তাঁদের ওপরও নজর রাখবেন।
বিসিসিআই-এর নির্দেশিকায় বলা হয়েছে, “ফোর্থ আম্পায়ার ম্যাচের গুরুত্বপূর্ণ সদস্য এবং বাউন্ডারির ধারে ম্যাচ পরিচালনা কমিটির প্রতিনিধি। খেলোয়াড়দের অনুরোধ করা হচ্ছে, কোনো সিদ্ধান্ত নিয়ে অভিযোগ জানাতে ফোর্থ আম্পায়ারের কাছে না যেতে। ফোর্থ আম্পায়ার ম্যাচের দিন এবং অনুশীলনের সময় যেকোনো সময় ব্যাট পরীক্ষা করতে পারবেন এবং নির্দিষ্ট খেলোয়াড়দের মাঠ ছাড়ার প্রবণতার ওপর নজর রাখবেন।”
ফোর্থ আম্পায়ারের ভূমিকা বল নির্বাচনের ক্ষেত্রেও যথেষ্ট। তিনি জরুরি পরিস্থিতিতে তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করবেন এবং ছয়টি নতুন বলের বাক্স ড্রেসিংরুমে নিয়ে গিয়ে নতুন বল বাছাইয়ের প্রক্রিয়া তদারকি করবেন। এছাড়া, ফোর্থ আম্পায়ার নিশ্চিত করবেন যে ম্যাচ শুরুর আগে বা বিরতির সময় শুধুমাত্র অনুমোদিত কর্মী, আইপিএল ম্যাচ অফিসিয়াল, খেলোয়াড়, দলের কোচ এবং স্বীকৃত টেলিভিশন কর্মীরাই পিচ এলাকায় প্রবেশ করতে পারেন।