ফাইনালে ব্যর্থ জিতু রাই, বিদায় পেজ-বোপান্নারও

0

যাঁকে মনে করা হয়েছিল দেশের হয়ে পদক আনার অন্যতম দাবিদার সেই জিতু রাই ব্যর্থ হলেন। কোয়ালিফাইং রাউন্ডে ষষ্ঠ স্থান পেয়ে ফাইনালে এসে আশা জাগিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু আশা পূরণ হল না। শুটিং-এর ১০মি এয়ার পিস্তল বিভাগের ফাইনালে ৮ জনের মধ্যে প্রথমেই বিদায় নেন তিনি। তাঁর স্কোর ৭৮.৭। ভারতের গুরপ্রীত সিং কোয়ালিফাইং রাউন্ডেই ব্যর্থ হন। তিনি অবশ্য ২৫মি র‍্যাপিড ফায়ার পিস্তল বিভাগেও লড়ছেন।

ও দিকে টেনিসের প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন লিয়েন্ডার পেজ ও রোহন বোপান্না জুটি। মেন’স ডাবলস-এ তাঁরা পরাজিত হলেন ৪-৬, ৬-৭ সেটে পোল্যান্ডের  মাতকাওস্কি ও কুবতের কাছে।

সুখবর ভারতের পুরুষ হকি দলের। তারা প্রথম খেলায় আয়ারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে।   

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন