নঁত, ফ্রান্স: ভারতের এশিয়ান চ্যাম্পিয়ন অ্যাথলিট জ্যোতি ইয়ারাজ্জি ফ্রান্সের নঁততে আয়োজিত এলিট ইনডোর মিটিংয়ে অসাধারণ পারফরম্যান্স করে ৬০ মিটার হার্ডলে সোনা জিতলেন। মাত্র ৮.০৪ সেকেন্ড সময়ে এই দূরত্ব অতিক্রম করে নিজের আগের জাতীয় রেকর্ড ভেঙে ফেলেছেন তিনি।
এর আগে, জ্যোতির সেরা সময় ছিল ৮.১২ সেকেন্ড, যা তিনি ২০২৪ সালে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে করেছিলেন। এবারের প্রতিযোগিতায় হিটে তিনি ৮.০৭ সেকেন্ড সময় নেন এবং ফাইনালে আরও উন্নতি করে নতুন রেকর্ড স্থাপন করেন।
ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপের লক্ষ্য
আগামী মার্চ মাসে চিনের নানজিংয়ে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য জ্যোতিকে ৭.৯৪ সেকেন্ডের মধ্যে হার্ডল অতিক্রম করতে হবে। তার সাম্প্রতিক পারফরম্যান্স এই লক্ষ্য পূরণের সম্ভাবনাকে জোরদার করেছে।
অর্জুন পুরস্কারে সম্মানিত
সম্প্রতি অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন জ্যোতি। ইরানের তেহরানে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৮.১২ সেকেন্ড সময়ে সোনা জয় করে নজর কেড়েছিলেন তিনি।
আউটডোরে দুর্দান্ত রেকর্ড
জাতীয় আউটডোর ১০০ মিটার হার্ডলে ১২.৭৮ সেকেন্ড সময়ে রেকর্ড ধরে রেখেছেন জ্যোতি। এছাড়া, ২০২৩ সালে এশিয়ান গেমসে ১২.৯১ সেকেন্ড সময় নিয়ে রুপো জয় করেছিলেন তিনি।
জ্যোতির এই সাফল্য ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, তার ফর্ম ও ধারাবাহিকতা ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দেবে।