খবর অনলাইন : আইপিএল-৯-এ নিজেদের প্রথম ম্যাচে দিল্লিকে সহজেই হারিয়ে খাতা খুলল গৌতম গম্ভীরের নাইটরা। এ দিন টসে জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক গম্ভীর। প্রথম উইকেটে ২৪ রান উঠলেও এর পরই খড়কুটোর মতো ভেঙে পড়ে দিল্লির ব্যাটিং। প্রথম তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিল্লি শিবিরে প্রাথমিক ধাক্কা দেন আন্দ্রে রাসেল। এর পরই বল হাতে ভেল্কি দেখান ৪৫ বছরের ‘তরুণ’ ব্র্যাড হগ। ৪ ওভারে ১৯ রান দিয়ে তিনিও তিন উইকেট তোলেন। দু’টি করে উইকেট নেন হেস্টিংস আর চাওলা। জবাবে ব্যাট করতে নেমে বিশেষ বেগ পেতে হয়নি নাইটদের। ৩৩ বলে ৩৫ রান করে রবিন উথাপ্পার উইকেট হারালেও, মনীশ পাণ্ডেকে সঙ্গী করে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন গম্ভীর। নিজে অপরাজিত থাকেন ৩৮-এ। ম্যাচের সেরা নির্বাচিত হন রাসেল। তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন ইডেনের গ্যালারি তুলনায় অনেক ফাঁকা ছিল। হয়তো গত রবিবারের টি-২০ বিশ্বকাপের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি শহর, তার ওপর তীব্র গরম। আগামী ম্যাচে অবশ্য মাঠ ভরবে, আশাবাদী নাইট শিবির।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।