খবর অনলাইন: ক্যাপ্টেন্সি ভাগ্য ভালো না হলেও ব্যাট হাতে সোনার সময় চলছেই বিরাট কোহলির। আইপিএল তথা টি-২০ কেরিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি করলেন বিরাট। যদিও ভালো বোলিং অ্যাটাকের অভাবে আবার ম্যাচ হেরে গেল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরুর করা ১৮০/২ দুই বল বাকি থাকতেই তুলে ম্যাচ জিতে ফেলে গুজরাত লায়ন্স।
রবিবার আইপিএল-এর অপর ম্যাচে ধোনির রাইসিং পুনে সুপারজায়ান্টসকে ২ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষেই থাকল গৌতম গম্ভীরের কলকাতা নাইটরাইডার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে পুনে করে ১৬০। জবাবে ক্রমাগত উইকেট হারাতে থাকলেও আস্কিং রেট ঠিক রেখেছিল কেকেআর। তিন বল বাকি থাকতে আট উইকেট হারিয়ে জয়ের টার্গেটে পৌঁছে যায় নাইটরা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।