nick

ওয়েবডেস্ক: ম্যাচে পেনাল্টি পাওয়ার জন্য মাটিতে র‍্যাকেট মেরে, চেয়ার ছুড়ে ফেলে কোর্ট থেকে বেরিয়ে গেলেন অস্ট্রেলিয়ার টেনিস খেলোয়াড় নিক কিরগিওস। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ইতালিয়ান ওপেনে এমনটা করেছেন তিনি।

নরওয়ের ক্যাস্পার রুডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ২৪ বছর বয়সি কিরগিওস। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জেতেন রুড। তবে দ্বিতীয় সেটে দুর্দান্ত কামব্যাক করে ৭-৬ ব্যবধানে জিতে যান কিরগিওস। আর পরের সেটে সার্ভিংয়ের সময় কোর্টের পাস দিয়ে দর্শকরা ঘুরে বেড়ালে খেপে যান কিরগিওস।

আরও পড়ুন: পাঁচ বছরের চুক্তিতে রেয়াল মাদ্রিদে যোগ দেবেন তরুণ স্ট্রাইকার

তিনি এক সমর্থকদের উদ্দেশে বলেন, “তোমার কোর্টের পাস দিয়ে যাওয়া উচিত নয়, যখন আমি সার্ভ করছি। বুঝেছ তুমি?”

যার জেরে কোড অব ভাওলেশন এবং গেম পেনাল্টি পান কিরগিওস। আর তার পরেই মাঠে এমন কাণ্ড কিরগিওসের।

পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, “আবেগ বেশি হয়ে গিয়েছিল। পরিবেশটাও খুব উত্তেজক ছিল। খারাপ লাগছে, শেষটা ভালো হল না। সরি রোমা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে”।

এমন কাণ্ডের জেরে কিরগিওসকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। টুর্নামেন্টের প্রাপ্য অর্থ বাদ দেওয়া হয়েছে, সঙ্গে রাঙ্কিংও।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here