রিও-তে ‘ঘর পেলেন না’ লিয়েন্ডার

0

অলিম্পিকে গিয়ে ঘর পাননি ৬ বারের অলিম্পিয়ান। অন্তত এমনটাই অভিযোগ লিয়েন্ডার পেজের। রিও-তে পৌঁছে তাঁকে পোশাক পাল্টাতে হয়েছে ভারতীয় দলের শেফ দ্য মিশন রাকেশ গুপ্তার ঘরে গিয়ে।

অভিযোগ ছিল, লিয়েন্ডার একদিন দেরিতে রিও-য় পৌঁছনোয় ভারতীয় টেনিস দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। ৬ তারিখ টেনিস দলের প্রথম খেলা আর ৪ তারিখ পৌঁছেছেন লি। তাঁর সাফাই, ‘আমি নিউইয়র্কে একটা টুর্নামেন্ট খেলছিলাম। সেটা শেষ হতেই এখানে এসেছি। ৮টায় খেলা শেষ হয়, ১০টা ৪৫-এর ফ্লাইট ধরি আমি। অ্যাপার্টমেন্টে যে ৩টি ঘর দেওয়া হয়েছে, তার একটিতে রয়েছেন জিশান(নন প্লেয়িং ক্যাপ্টেন জিশান আলি), একটিতে রোহন(বোপান্না)অন্যটিতে টিম ফিজিও। আমি একটু হতাশ যে দেশের হয়ে ৬টি অলিম্পিকে অংশ নেওয়ার পরও আমায় থাকার জায়গা দেওয়া হল না’।

ভারতীয় শিবিরে জোর গুজব, লিয়েন্ডার তাঁর ডাবলস পার্টনার রোহন বোপান্নার সঙ্গে ঘর শেয়ার করতে রাজি হননি। নন প্লেয়িং ক্যাপ্টেন জিশান অবশ্য তা স্বীকার করেননি। তাঁর কথায়, ‘লিয়েন্ডার যে এখানে বৃহস্পতিবার আসছে তা আমরা এবং আয়োজকরা জানতাম। ৬ তারিখ আমাদের খেলা, সময় কম ঠিকই। তবে, লি এসেই অনুশীলনে নেমে পড়েছে’।   

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন