ক্রিকেট হোক শুধুই খেলা

0

খবর অনলাইন ডেস্ক : বাংলাদেশি বোলার তাসকিন আহমেদের হাতে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাটা মুণ্ডু। ফাইনালের এক দিন আগে ছবিটা ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার পর তাকে ঘিরে নানা ধরনের মন্তব্য।
ভারত জেতার পর পাল্টা ছবি। ধনীর হাতে তাসকিনের কাটা মুণ্ডু।
অদ্ভুত একটা ঘৃণার পরিবেশ। গায়ে গা লাগিয়ে পাশাপাশি থাকা তবু যেন পিঠে পিঠ ঠেকিয়ে দুই শত্রু বসে আছে ছুরি উঁচিয়ে। ভারতের কাছে পাকিস্তান হারার পর একটি ছবি ফেসবুকে দেখা গিয়েছিল। দুই পাকিস্তানি টিভির দিকে কালাশনিকভ উঁচিয়ে বলছে উড়িয়ে দে আফ্রিদিকে।
ক্রিকেট একটা খেলা। তবু মনের মধ্যে পুষে রাখা প্রতিবেশীর প্রতি ঘৃণাকে জারিত করার একটা মাধ্যম যখন হয়ে ওঠে ক্রিকেট, তখন সেটা আর খেলা থাকে না। যুদ্ধ হয়ে ওঠে। ভার্চুয়্যাল যুদ্ধ। এই ভার্চুয়্যাল যুদ্ধে পরিবেশটা জারি থাকাটা কি খুব জরুরি?

ক্রিকেট মানে তো আসলে এটা…

cricket-pic

ভিভ রিচার্ড ও ইয়ান বোথাম

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন