সঞ্জয় হাজরা
টাটা স্টিল দাবা প্রতিযোগিতার পুরুষদের র্যাপিড এবং ব্লিৎজ দুটি বিভাগেই চ্যাম্পিয়ন হলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন। ব্লিৎজ বিভাগে ১৩ পয়েন্ট পেয়ে তিনি শীর্ষস্থানে থাকলেন। শুক্রবার শেষ হওয়া র্যাপিড বিভাগে ৭.৫ পয়েন্ট পেয়ে বিজয়ী হন ম্যাগনাস।
রাশিয়ার আলেক্সান্দ্রা গোরিয়াচকিনা মহিলাদের র্যাপিড বিভাগে ৭.৫ পয়েন্ট পেয়ে বিজয়ী হলেন। আর মহিলাদের ব্লিৎজ বিভাগে ১১.৫ পয়েন্ট নিয়ে বিজয়িনীর শিরোপা পেলেন রাশিয়ার মহিলা দাবাড়ু কাতেরিনা লাগনো। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গত পাঁচ দিন ধরে চলা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা রবিবারই শেষ হল।

মহিলাদের ব্লিৎজ বিভাগে জয়ী কাতেরিনা লাগনো (বাঁদিকে) এবং র্যাপিড বিভাগে জয়ী আলেক্সান্দ্রা গোরিয়াচকিনা।
পুরুষদের র্যাপিড বিভাগে ৭.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হলেন দুজন – ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার ওয়েসলে সো। ওই বিভাগে বাকিদের ফল – নোদিরবেক আবদুসাত্তোরোভ (৫ পয়েন্ট), ভিনসেন্ট কেমার (৪.৫ পয়েন্ট), নিহাল সারিন (৪ পয়েন্ট), দানিল দুবোভ (৩.৫ পয়েন্ট), অর্জুন এরিগাইসি (৩.৫ পয়েন্ট), বিদিথ গুজরাতি (৩ পয়েন্ট) এবং এস এল নারায়ণ (৩ পয়েন্ট)।
মহিলাদের র্যাপিড বিভাগে বাকিদের ফল – নানা জ্যাগনিৎসে (৫.৫ পয়েন্ট), বন্তিকা আগরওয়াল (৫ পয়েন্ট), কাতেরিনা লাগনো (৪.৫ পয়েন্ট), হরিকা দ্রোনাওয়ালি (৪.৫ পয়েন্ট), ভ্যালেন্তিনা গুনিনা (৪.৫ পয়েন্ট), দিব্যা দেশমুখ (৩.৫ পয়েন্ট), বৈশালী রমেশবাবু (৩.৫ পয়েন্ট), আলেক্সান্দ্রা কস্তেনিউক (৩.৫ পয়েন্ট) এবং কোনেরু হাম্পি (৩ পয়েন্ট)।
পুরুষদের ব্লিৎজ বিভাগে ১১.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলেন ওয়েসলি সো, ১০.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারতের অর্জুন এরিগাইসি, ৯.৫ পয়েন্ট নিয়ে রামেশবাবু প্রজ্ঞানন্দ চতুর্থ স্থানে এবং ৯ পয়েন্ট নিয়ে বিদিথ গুজরাতি এবং দানিল দুবোভ পঞ্চম স্থান অর্জন করেছেন।

ট্রফি তুলে দিচ্ছেন ভারতের কিংবদন্তি দাবা খেলোয়াড় বিশ্বনাথান আনন্দ।
পুরুষদের ব্লিৎজ বিভাগে বাকিদের ফল – নোদিরবেক আবদুসাত্তোরোভ (৮ পয়েন্ট), নিহাল সারিন (৭ পয়েন্ট), এস এল নারায়ণ (৬.৫ পয়েন্ট) এবং ভিনসেন্ট কেমার (৬ পয়েন্ট)।
মহিলাদের ব্লিৎজ বিভাগে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাশিয়ার অপর মহিলা দাবাড়ু ভ্যালেন্তিনা গুনিনা এবং ৯.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আলেক্সান্দ্রা গোরিয়াচকিনা। ভারতের মহিলা দাবাড়ু বন্তিকা আগরওয়াল ৯.৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছেন।
সমাপ্তি অনুষ্ঠানে ম্যাগনাস কার্লসেন-সহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টাটা কর্পোরেট সার্ভিসের সহ সভাপতি চাণক্য চৌধুরী এবং ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার তথা পদ্মশ্রী বিশ্বনাথান আনন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার দাবা কিংবদন্তি দিব্যেন্দু বড়ুয়া। বাংলার উদীয়মান দাবাড়ু দীপ্তায়ন ঘোষ, সন্দীপন ঘোষ এবং সুদীপ্তা মুখোপাধ্যায় পুরস্কার তুলে দেন কাতেরিনা লাগনো এবং আলেক্সান্দ্রা গোরিয়াচকিনার হাতে।
ছবি: প্রতিবেদক


