২-১ গোলে ইউনাইটেডকে হারিয়ে ম্যাঞ্চেস্টার ডার্বি জিতে নিল সিটি। ম্যাচের আগাগোড়াই আধিপত্য দেখিয়েছে গুয়ার্দিওলার ছেলেরা।
শনিবার, এবারের ইপিএল মরশুমের প্রথম ডার্বি শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই দে ব্রুইনের গোলে এগিয়ে যায় সিটি। এর ২১ মিনিট পর দ্বিতীয় গোলটিও করে তারা। গোলদাতা ইহেয়ানাচো। দুটো গোল হজম করার পর ম্যাচে ফেরার চেষ্টা করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৪৩ মিনিটে সিটির গোলকিপার ব্রাভোর ভুলের সুযোগ নিয়ে সিটির গোলে বল জড়ান ইব্রাহিমোবিচ।
দ্বিতীয়ার্ধে অবশ্য কোনও দলই গোলের সুযোগ পায়নি। ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় ইউনাইটেড। শুধু ২-১ গোলে জয়ই নয়, বল পজেশনেও ইউনাইটেডকে টেক্কা দিয়েছে সিটি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।