Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: মনু ভাকেরের দ্বিতীয় ব্রোঞ্জ, শুটিং-এ সরবজোতকে সঙ্গী করে হারালেন...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: মনু ভাকেরের দ্বিতীয় ব্রোঞ্জ, শুটিং-এ সরবজোতকে সঙ্গী করে হারালেন দক্ষিণ কোরীয় জুটিকে

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ইতিহাস সৃষ্টি করলেন মনু ভাকের। স্বাধীন ভারতে কোনো অ্যাথলেট একটি অলিম্পিক গেম্‌স থেকে একাধিক পদক জিততে পারেননি। এই প্রথম মনু সেই বিরল সম্মান অর্জন করলেন। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার পর মিক্সড্‌ ইভেন্টেও জিতলেন ব্রোঞ্জ পদক। এই ইভেন্টে তাঁর সঙ্গী ছিলেন সরবজোত সিং। তাঁরা দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন এবং লি উনহোকে ১৬-১০ স্কোরে হারালেন।  

আরেকটি দিক থেকে রেকর্ড করলেন মনু ও সরবজোত। এর আগে শুটিং-এ ভারত ব্যক্তিগত ইভেন্টে পদক জিতলেও দলগত ইভেন্টে কখনও পদক জেতেনি। সেই রেকর্ডটিও গড়লেন মনু ও সরবজোত। ২০০৮ অলিম্পিক্স গেমসে সোনাজয়ী অভিনব বিন্দ্রা তাঁর ‘এক্স’ পোস্টে অভিনন্দন জানিয়েছেন মনু ও সরবজোতকে।

অভিনব লিখেছেন, “মনু ও সরবজোত, তোমরা সেটাই করেছ, যা আগে কোনো ভারতীয় জুটি শুটিং-এ করেনি। শুটিং-এ দলগত ইভেন্টে ভারতের প্রথম অলিম্পিক পদক। এই মুহূর্তটির স্বাদ উপভোগ করো। তোমরা এটা অর্জন করেছ। আমি গর্বিত।”      

এর পরেও মনু ভাকেরের তৃতীয় পদক জেতার সম্ভাবনা রয়েছে। ২ আগস্ট মেয়েদের ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে নামবেন মনু। এই ইভেন্টে পদক জিততে পারলে এক বিরলতম কৃতিত্বের অধিকারী হবেন মনু।

paris manu sarab 30.07 1

ছবি ‘এক্স’ থেকে নেওয়া।

কীভাবে জয় এল

প্রতিযোগিতার নিয়ম হল যাঁরা আগে ১৬ পয়েন্টে পৌঁছোতে পারবেন তাঁদের বিজয়ী বলে ঘোষণা করা হবে। প্রথম সিরিজে কোরীয় জুটি সংগ্রহ করেন ২০.৫ পয়েন্ট। আর মনু ও সরবজোত সংগ্রহ করেন ১৮.৮। ফলে কোরিয়া এগিয়ে যায় ২-০ স্কোরে। দ্বিতীয় সিরিজে কোরিয়ার সংগ্রহ ১৯.৯ পয়েন্ট আর মনু (১০.৭) ও সরবজোতের (১০.৫) সংগ্রহ ২১.২। ভারত সমতা ফেরায়। স্কোর দাঁড়ায় ২-২।

পরের রাউন্ডে মনু ও সরবজোত ১০.৪ করে ২০.৮ পয়েন্ট সংগ্রহ করে। দক্ষিণ কোরিয়ার সংগ্রহ ১৯.৮। ভারত এগিয়ে যায় ৪-২ স্কোরে। এর পরের সিরিজও জেতে ভারতীয় জুটি। তাদের ২০.৭-এর জায়গায় দক্ষিণ কোরিয়ার সংগ্রহ ২০.৫। ভারত এগিয়ে যায় ৬-২ স্কোরে।

পঞ্চম সিরিজে সরবজোত তোলে ৯.৬ এবং মনুর অবিশ্বাস্য ১০.৬। দুয়ে মিলে ২০.২। সেখানে দক্ষিণ কোরিয়ার ১৯.৫। মনু ও সরবজোত এগিয়ে যান ৮-২ স্কোরে। ষষ্ঠ সিরিজে লড়াইয়ে ফেরে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পক্ষে স্কোর দাঁড়ায় ৪-৮। সপ্তম সিরিজে মনুর সংগ্রহ ১০.৬ এবং সরবজোতের ৯.৪। দুয়ে মিলে ২০। কিন্তু দক্ষিণ কোরীয় জুটি তা পেরোতে ব্যর্থ হয়। ভারত এগিয়ে যায় ১০-৪ স্কোরে।

পরের সিরিজে অর্থাৎ অষ্টম সিরিজে মনু ও সরবজোতের জুটিকে হারিয়ে দক্ষিণ কোরিয়া সংগ্রহ করে ২০.৭। সামগ্রিক স্কোর দাঁড়ায় ভারতের পক্ষে ১০-৬। ভারত কিছুক্ষণ ‘টাইম-আউট’ নেওয়ার পর নবম সিরিজের খেলা শুরু হয়। সরবজোতের ১০.৫ আর মনুর ১০, দুয়ে মিলে দাঁড়ায় ২০.৫। দক্ষিণ কোরিয়া ১৯.৪-এ শেষ করে। ভারত এগিয়ে যায় ১২-৬ স্কোরে।

দশম সিরিজে মনু ও সরবজোত তাঁদের দুর্দান্ত পারফরমেন্স চালিয়ে যান। তাঁরা করেন ২০.৮ আর দক্ষিণ কোরিয়া করে ১৯.৪। ভারত এগিয়ে যায় ১৪-৬ স্কোরে। এর পর একাদশ ও দ্বাদশ সিরিজ জিতে নেয় দক্ষিণ কোরিয়া। সামগ্রিক স্কোর দাঁড়ায় ১৪-১০।

দক্ষিণ কোরিয়ার জুটি পরপর দুটি সিরিজ জিতলেও মনু ও সরবজোত হতোদ্যম হননি। জয় থেকে মাত্র ২ পয়েন্ট দূরে ছিলেন তাঁরা। আর কাজটিই তাঁরা সম্পন্ন করেন পরের সিরিজে। দক্ষিণ কোরিয়ার ১৮.৫ পয়েন্টের জবাবে ভারত করে ১৯.৬। মনু ও সরবজোত ১৬-১০ স্কোরে দক্ষিণ কোরীয় জুটিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিলেন।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টনে সাত্ত্বিক-চিরাগ জুটি কোয়ার্টার ফাইনালে, শুটিং-এ মনু-সরবজোত জুটি লড়বে ব্রোঞ্জের জন্য

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

অবশেষে ৯০ মিটার পার, তবু সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুড়েও প্রথম হতে পারলেন না নীরজ চোপড়া। সোনা জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

নেতাজি ইন্ডোরে সূচনা হল নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসরের সূচনা হল।...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে