খবর অনলাইন ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের সপ্তম দিনে শুটিং মনু ভাকের এবং ব্যাডমিন্টনে পদক জয়ের আশা জাগিয়ে তুলেছেন মনু ভাকের ও লক্ষ্য সেন। ২৫ মিটার পিস্তল ইভেন্টে মনু পৌঁছে গিয়েছেন ফাইনালে। আর ব্যাডমিন্টনে লক্ষ্য সেন পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে। হকিতে পুল ‘বি’-র ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকল ভারত। ভারত ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে।
সপ্তম দিনে ভারতের ফল
ব্যাডমিন্টন
চিনের চাউ তিয়েন চেনকে ১৯-২১, ২১-১৫, ২১-১২ ফলে হারিয়ে লক্ষ্য সেন পৌঁছে গেলেন সেমিফাইনালে।
শুটিং
মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে মনু ভাকের ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছেন। কোয়ালিফিকেশন রাউন্ডে ৫৯০ স্কোর করে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। অন্যদিকে এশা সিং ওই একই ইভেন্টে অষ্টাদশ স্থানে থেকে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন।
পুরুষদের স্কিট কোয়ালিফিকেশনের দ্বিতীয় দিনে অনন্তজিৎ সিং নারুকা ২৬তম স্থানে আছেন।
জুডো
মেয়েদের ৭৮ কেজি বিভাগে ‘রাউন্ড অফ ৩২’-এ পরাজিত হয়েছেন তুলিকা মান।
তিরন্দাজি
মিক্সড্ ইভেন্টে ধীরাজ বোম্মাদেবরা ও অঙ্কিতা ভকত এলিমিনেশন রাউন্ডে ইন্দোনেশিয়াকে হারায় ৫-১ স্কোরে। তার পর কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৩ স্কোরে হারায়। শেষ পর্যন্ত সেমিফাইনালে ধীরাজ-অঙ্কিতা জুটি ৬-২ স্কোরে হেরে যায় দক্ষিণ কোরিয়ার জুটির কাছে। তার পর ব্রোঞ্জ পদকের ম্যাচে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে যান ৬-২ ম্যাচে।
হকি
পুল ‘বি’-র ম্যাচে ভারত ৩-২ গোলে হারায় অস্ট্রেলিয়াকে।
রোয়িং
পুরুষদের সিঙ্গলস স্কালস-এ ৩৩ জন রোয়ারের মধ্যে ২৩তম স্থানে রয়েছেন বলরাজ পানোয়ার।
অ্যাথলেটিক্স
মেয়েদের ৫০০০ মিটার হিট ২-এ চতুর্দশ হয়ে ছিটকে গেলেন পারুল চৌধুরী।
মেয়েদের ৫০০০ মিটার হিট ১-এ ২০তম স্থান পেয়ে বিদায় নিলেন অঙ্কিতা ধ্যানী।
ছেলেদের শট পাটে কোয়ালিফিকেশন রাউন্ডে ১৮.০৫ মিটার দূরে ১৫তম স্থান পেয়ে বিদায় নিলেন তাজিন্দরপাল তুর।
সেলিং
পুরুষদের ডিঙ্গির তৃতীয় ও চতুর্থ রেসে ২০তম ও ১৯তম স্থান পেয়ে বিষ্ণু সরবানন রয়েছেন ২২তম স্থানে। চারটি রেসের পরে তাঁর মোট পয়েন্ট ৮৩।
মেয়েদের ডিঙ্গির দ্বিতীয় ও তৃতীয় রেসে ১৫তম ও ২৭তম স্থান পেয়ে নেত্রা কুমানন রয়েছেন একাদশ স্থানে। তিনটি রেসের পরে তাঁর মোট পয়েন্ট ৪৮।
আরও পড়ুন
প্যারিস অলিম্পিক্স ২০২৪: ৫২ বছর পরে অলিম্পিক্স হকিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত