খবর অনলাইন ডেস্ক: গোটা দেশ তাকিয়েছিল তাঁর দিকে। দেশের হয়ে চতুর্থ পদক আনবেন তিনি। আর পদকপ্রাপ্তির নিরিখে হ্যাট্রটিক করবেন। কিন্তু তা আর হল না। প্যারিস অলিম্পিক্সে মেয়েদের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে অল্পের জন্য চতুর্থ হলেন তিনি।
শুক্রবারই মনু ভাকের কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠেন। কিন্তু শনিবার ফাইনালে ২২ বছরের এই অ্যাথলেটের সংগ্রহ দাঁড়ায় ২৮ পয়েন্ট। তিনি চতুর্থ হয়ে বিদায় নিলেন। অষ্টম দিনেও ভারতের পদক সংখ্যা ৩-এই থাকল। পদকপ্রাপ্তির তালিকায় ভারত থাকল ৪৯তম স্থানে।
মেয়েদের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা পেলেন দক্ষিণ কোরিয়ার জিন ইয়াং, রুপো পেলেন ফ্রান্সের ক্যামিলে জেদেরজেজিউস্কি এবং ব্রোঞ্জ পদক গেল হাঙ্গেরির ভেরোনিকা মেজরের ঝুলিতে।
প্রথম সেটে জিতেও হার দীপিকার
এবারের মতো দীপিকা কুমারীর অলিম্পিক-অভিযানও শেষ হল। তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার নাম সুহেয়নের কাছে ৪-৬ স্কোরে পরাজিত হলেন। প্রথম সেট দীপিকা জিতেছিলেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী ধীরে ধীরে প্রতিযোগিতায় ফিরে আসেন এবং শেষ পর্যন্ত জিতে যান। পরে নাম সুহেয়ন এই ইভেন্টে রুপোর পদক পান।
আরও পড়ুন
প্যারিস অলিম্পিক্স ২০২৪: শুটিং-এ মনু ভাকের ফাইনালে, ব্যাডমিন্টনে লক্ষ্য সেন সেমিফাইনালে