ওয়েবডেস্ক: রবিবার ইন্দোনেশিয়ার লাবুয়ান বাজোতে ৫১ কেজি বাউটের ফাইনালে নিজের আধিপত্য বজায় রাখলেন এম সি মেরিকম। নিজের পদক জয়ের নজির অক্ষুণ্ণ রেখেই ২৩তম প্রেসিডেন্ট’স কাপে ফের স্বর্ণপদক জিতলেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম।
ওলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী মেরি রবিবার প্রতিদ্বন্দ্বিতা করেন অস্ট্রেলিয়ান বক্সার এপ্রিল ফ্রাঙ্কসের বিরুদ্ধে। ফাইনালে ফ্রাঙ্কসকে ৫-০ পয়েন্টে ধরাশায়ী করে সোনার পদক তুলে নেন মেরি।
৩৬ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট গত মে মাসে ইন্ডিয়া ওপেন বক্সিং টুর্নামেন্টেও স্বর্ণপদক জিতেছিলেন, তবে অলিম্পিকের যোগ্যতার সম্ভাবনা বাড়ানোর বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ এড়িয়ে গিয়েছেন। আগামী ৭-২১ সেপ্টেম্বর বসছে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ। স্বাভাবিক ভাবেই তাঁর এ দিনের পারফরমেন্স তাঁকে আত্মবিশ্বাসের দিক থেকে কয়েক কদম এগিয়ে রাখল।