চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে ৫-০ উড়িয়ে রানার্স মোহনবাগান

0

খবর অনলাইন: আই লিগের শেষ খেলায় চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফ সি-কে ৫-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান। শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় গ্লেন, রডরিগস, সাবরোসা ও আজহারউদ্দিনের গোলে  মোহনবাগান প্রথমার্ধেই ৪-০ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে গ্লেন তাঁর দ্বিতীয় গোলটি করে দলকে ৫-০ ব্যবধানে জয় এনে দেন। এর পরেও বাগান বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে।

আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার ফলে বেঙ্গালুরুর কোচ অ্যাশলে ওয়েস্টউড তাঁর দলে সাতটি পরিবর্তন করেন। এর আগে ইয়াংগন ইউনাইটেডের সঙ্গে মোহনবাগানের যে দল খেলে ড্র করেছিল, সেই দলের পাঁচটি পরিবর্তন ঘটান বাগান কোচ।

বেঙ্গালুরুর চেয়ে ২ পয়েন্ট কম পেয়ে ৩০ পয়েন্ট ঘরে নিয়ে লিগ রানার্স হল মোহনবাগান।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন