ফেডারেশন কাপ সেমিফাইনালে মোহনবাগান

0

খবর অনলাইন: প্রথম লেগের ম্যাচে ৩-২ তে এগিয়ে ছিল মোহনবাগান। আজ বারাসাত স্টেডিয়ামে ফিরতি ম্যাচে সালগাওকরকে ৪-০তে উড়িয়ে দিয়ে ফেডারেশন কাপ সেমিফাইনালে জায়গা করে ফেলল তারা। দুটো ম্যাচ মিলিয়ে খেলার ফল ৭-২।

এ দিন ম্যাচের শুরুর ২৫ মিনিটের মাথাতেই বাগানকে এগিয়ে দেন কাটসুমি। লেনি রডরিগেজের ক্রস থেকে গোল করেন তিনি । প্রথমার্ধ শেষের ঠিক আগে ব্যবধান বাড়ান সনি নর্ডি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও আক্রমণাত্বক মেজাজে নামেন সনিরা। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন নর্ডি। তার আগেই অফ সাইডের জন্য বাতিল হয়েছে কাটসুমির গোল। তবে বেশ কয়েকবার গোলের মুখ খোলার চেষ্টা করেও ব্যর্থ হয় সালগাওকর। অতিরিক্ত সময়ে বাগানের শেষ গোলটি করেন জেজে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন