বিমানবন্দরে ৪০ মিনিট আটকে রাখা হল মঈন আলীকে!

0

খবর অনলাইন : এর আগে বহু বার তিনি বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন। কিন্তু কোনও দিন তাঁকে এমন হেনস্থার মুখে পড়তে হয়নি। অবশ্য এ দিনটা একটু ব্যতিক্রম ছিল। কারণ, এর আগে প্রতি বার ইংল্যান্ডের বার্মিংহাম বিমানবন্দর দিয়ে যাতায়াতের সময় পরণে ছিল জাতীয় দলের পোশাক। শনিবার দলের পোশাক না পরে একাএকা বিমানবন্দরে পা রেখেছিলেন। তার পরেই বিপত্তি। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাঁকে ৪০ মিনিট বসিয়ে রাখে।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার মঈন আলীর সঙ্গে। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর  ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর মঈন টুইট করে জানিয়েছেন, “এত দিন ইংল্যান্ড দলের পোশাকে কতই না যাওয়া-আসা করেছি। যে দিন একা, সে দিনই আমাকে আটকে দিল। কঠিন সময় পার করলাম।”
কিন্তু, সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপ ফাইনালে খেলেছেন মঈন। দলের অন্যতম পরিচিত মুখ। তবে কেন তাঁকে আটকে দিল নিরাপত্তা রক্ষীরা ? মঈনের লম্বা দাড়ির জন্যই কি এই গেরো?
দলে তাঁর সহ খেলোয়াড় ওয়াইস শাহ টুইট করে জানিয়েছেন, “মনে হচ্ছে তোমার দাড়িই তোমাকে সমস্যায় ফেলেছে।”


dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন