ফেড কাপের ফাইনালে মোহনবাগান

0

খবর অনলাইন: শিলং লাজং-এর সঙ্গে গোলশুন্য ড্র করেও ফেডারেশন কাপের ফাইনালে চলে গেল মোহনবাগান।

শনিবার সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় লেগে শিলং লাজং ঘরের মাঠে মোহনবাগানকে আটকে রাখলেও তাদের ফাইনালে যাওয়া আটকাতে পারল না। কারণ গত সপ্তাহে বারাসতে প্রথম লেগের খেলায় তাদের ৫-০ হারতে হয়েছিল হোম টিমের কাছে।

এ দিন লাজং দু’টি পরিবর্তন করে। স্যামুয়েল শদাপ ও বইথাং হাওকিপের বদলে নামানো হয় রবিন গুরুং এবং জোডিংলিয়ানা রালতে-কে। গত ম্যাচে হলুদ কার্ড দেখা প্রণয় হালদারকে আজ দলের বাইরে রেখে খেলতে নামে বাগান।

খেলা শুরুর সাত মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় লাজং। আইজ্যাকের কর্নার কিক পেনার পা ঘুরে যায় কোশাম সিংহের কাছে। বারের উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করে কোশাম।

এর পর দু’ পক্ষই সুযোগ পায়, কিন্তু কাজে লাগাতে পারেনি। আজ মোহনবাগানকে দেখে মনে হচ্ছিল, তারা যেন ঠিক গা ঘামাচ্ছে না। তারই সুযোগে লাজং বারকয়েক আক্রমণে গিয়েও গোলের মুখ খুলতে পারেনি।

এই নিয়ে ১৯ বার ফেডারেশন কাপের ফাইনালে গেল মোহনবাগান। এর আগে তারা ১৩ বার কাপ জিতেছে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন