Homeখেলাধুলো‘…আমাদের বোনের বিচার চাই’, আদালতের নির্দেশ মেনে আরজি কর-কাণ্ডের বিচারের চেয়ে টিফো...

‘…আমাদের বোনের বিচার চাই’, আদালতের নির্দেশ মেনে আরজি কর-কাণ্ডের বিচারের চেয়ে টিফো প্রদর্শন মোহনবাগান সমর্থকদের 

প্রকাশিত

মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের জয় শুধু মাঠেই নয়, গ্যালারিতেও একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়ালো। কারণ, এ দিন মাঠে উপস্থিত সবুজ-মেরুন সমর্থকেরা আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে টিফো প্রদর্শন করেন, যা কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই করা হয়।

টিফোতে লেখা ছিল, “হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চাই!” এটি শুধু মোহনবাগান সমর্থকদের নয়, বরং কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকদের মধ্যে সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছিল। টিফোর মধ্যে সবুজ-মেরুন এবং লাল-হলুদ রং ব্যবহার করে দুটি মেয়ের ছবি দেখানো হয়েছে, যা দুই প্রধানের একাত্মতা ও সংহতির প্রতিফলন।

ম্যাচ শুরুর আগে বা বিরতির সময় টিফো প্রদর্শন করা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিষিদ্ধ ছিল না, তবে সেমিফাইনাল শেষ হওয়ার পরই গ্যালারিতে টিফো প্রদর্শন করেন সবুজ-মেরুন সমর্থকেরা। তাতে কোনও ভারী বস্তু ব্যবহার না করার নির্দেশ মেনে, কেবলমাত্র সামান্য উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল টিফোটি।

উল্লেখযোগ্য যে, আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে সম্প্রতি কলকাতার তিন প্রধান ক্লাব – ইস্টবেঙ্গল, মোহনবাগান, এবং মহমেডানের সমর্থকেরা একসঙ্গে পথে নেমেছিলেন। ডার্বি ম্যাচ বাতিল এবং পুলিশের নিষেধাজ্ঞার প্রতিবাদে ওই আন্দোলন ছড়িয়ে পড়ে কলকাতাজুড়ে। পরে হাই কোর্টের নির্দেশে ডুরান্ড কাপের ম্যাচ আয়োজিত হলেও, পুলিশ আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় টিফো প্রদর্শন নিষিদ্ধ করেছিল।

তবে ময়ূখ বিশ্বাসের হাই কোর্টে আর্জি জানানোয় বিচারপতি হরিশ টন্ডন এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দেন যে, মাঠে টিফো নিয়ে প্রবেশ করা যাবে এবং তা দেখানো যাবে ম্যাচের শেষে। তবে তা ভারী বস্তু দিয়ে তৈরি হওয়া চলবে না। সেই নির্দেশ মেনেই খেলা শেষে টিফো প্রদর্শিত হয়।

এই মুহূর্তটি শুধু একটি প্রতিবাদ নয়, বরং ফুটবল ও সমর্থকদের মাধ্যমে সংহতি ও ন্যায়বিচারের বার্তা পৌঁছে দেওয়ার একটি নজিরবিহীন উদাহরণ হয়ে থাকলো।

সাম্প্রতিকতম

‘আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করব’, জানালেন ডোনাল্ড ট্রাম্প

২১ থেকে ২৩ সেপ্টেম্বরের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার...

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২: আজ তাজিকিস্তানের এফসি রবশানের মুখোমুখি হচ্ছে মোহনবাগান

কলকাতা: আইএসএল-এর মাঝেই কলকাতায় বসতে চলেছে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর আসর। বুধবার কলকাতার যুবভারতী...

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন ভারত, চিনকে ১-০ ব্যবধানে হারাল হরমনপ্রীরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল। হরমনপ্রীত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

৩৪ নতুন বিশালাকৃতি রেডিও সোর্স আবিষ্কার করলেন ৪ বাঙালি জ্যোতির্বিজ্ঞানী

বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। জায়ান্ট মিটারওয়েভ রেডিও টেলিস্কোপের সাহায্যে...

আরও পড়ুন

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন ভারত, চিনকে ১-০ ব্যবধানে হারাল হরমনপ্রীরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল। হরমনপ্রীত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

কলকাতা: আগামী মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম (Pro Am) এবং বেঙ্গল...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?