Homeখেলাধুলো‘…আমাদের বোনের বিচার চাই’, আদালতের নির্দেশ মেনে আরজি কর-কাণ্ডের বিচারের চেয়ে টিফো...

‘…আমাদের বোনের বিচার চাই’, আদালতের নির্দেশ মেনে আরজি কর-কাণ্ডের বিচারের চেয়ে টিফো প্রদর্শন মোহনবাগান সমর্থকদের 

প্রকাশিত

মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের জয় শুধু মাঠেই নয়, গ্যালারিতেও একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়ালো। কারণ, এ দিন মাঠে উপস্থিত সবুজ-মেরুন সমর্থকেরা আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে টিফো প্রদর্শন করেন, যা কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই করা হয়।

টিফোতে লেখা ছিল, “হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চাই!” এটি শুধু মোহনবাগান সমর্থকদের নয়, বরং কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকদের মধ্যে সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছিল। টিফোর মধ্যে সবুজ-মেরুন এবং লাল-হলুদ রং ব্যবহার করে দুটি মেয়ের ছবি দেখানো হয়েছে, যা দুই প্রধানের একাত্মতা ও সংহতির প্রতিফলন।

ম্যাচ শুরুর আগে বা বিরতির সময় টিফো প্রদর্শন করা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিষিদ্ধ ছিল না, তবে সেমিফাইনাল শেষ হওয়ার পরই গ্যালারিতে টিফো প্রদর্শন করেন সবুজ-মেরুন সমর্থকেরা। তাতে কোনও ভারী বস্তু ব্যবহার না করার নির্দেশ মেনে, কেবলমাত্র সামান্য উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল টিফোটি।

উল্লেখযোগ্য যে, আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে সম্প্রতি কলকাতার তিন প্রধান ক্লাব – ইস্টবেঙ্গল, মোহনবাগান, এবং মহমেডানের সমর্থকেরা একসঙ্গে পথে নেমেছিলেন। ডার্বি ম্যাচ বাতিল এবং পুলিশের নিষেধাজ্ঞার প্রতিবাদে ওই আন্দোলন ছড়িয়ে পড়ে কলকাতাজুড়ে। পরে হাই কোর্টের নির্দেশে ডুরান্ড কাপের ম্যাচ আয়োজিত হলেও, পুলিশ আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় টিফো প্রদর্শন নিষিদ্ধ করেছিল।

তবে ময়ূখ বিশ্বাসের হাই কোর্টে আর্জি জানানোয় বিচারপতি হরিশ টন্ডন এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দেন যে, মাঠে টিফো নিয়ে প্রবেশ করা যাবে এবং তা দেখানো যাবে ম্যাচের শেষে। তবে তা ভারী বস্তু দিয়ে তৈরি হওয়া চলবে না। সেই নির্দেশ মেনেই খেলা শেষে টিফো প্রদর্শিত হয়।

এই মুহূর্তটি শুধু একটি প্রতিবাদ নয়, বরং ফুটবল ও সমর্থকদের মাধ্যমে সংহতি ও ন্যায়বিচারের বার্তা পৌঁছে দেওয়ার একটি নজিরবিহীন উদাহরণ হয়ে থাকলো।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।