খবর অনলাইন: এক নয়, দুই নয়, একেবারে পাঁচ পাঁচটি গোল। আইজল এফসিকে ৫-০ গোলে হারিয়ে আট বছর পর ফেডারেশন কাপ ঘরে নিয়ে এল মোহনবাগান।
সারা দিনই মেঘলা গুয়াহাটির আকাশ। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। ভালো বৃষ্টি। খেলা শুরু হওয়ার পর ফের বৃষ্টি। প্রথমার্ধে দু’ পক্ষই গোল করার সুযোগ পেয়েছে। কিন্তু কাজে লাগাতে পারেনি। মোহনবাগানের পক্ষে সুযোগ নষ্ট করেছেন গ্লেন, জেজে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আইজলের উপর ঝাঁপিয়ে পড়ল মোহনবাগান। ৪৮ মিনিতেই গোল পেয়ে গেল তারা। সনি নর্ডির গোলে ১-০ এগিয়ে গেল। ১০ মিনিট পরে আবার গোল। কাতসুমির কর্নার থেকে ধনাচন্দ্রের হেড সরাসরি আইজলের জালে। ৭৩ মিনিটে তৃতীয় গোল পেল মোহনবাগান। গোল করলেন জেজে লালপেখলুয়া। ৮২ মিনিটে চতুর্থ গোল। আইজলের জালে বল ঢোকালেন বিক্রমজিৎ সিং। আর খেলার প্রায় শেষ মুহূর্তে ফলাফল ৫-০ করলেন ফের জেজে।
স্বপ্ন কিছুটা পূরণ হল কোচ সঞ্জয় সেনের। গত বছর দলকে আই লিগ এনে দিয়েছিলেন। এ বছর আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি গিয়েও হাতছাড়া হল। শেষ পর্যন্ত ফেড কাপ এনে দিয়ে বাগান সমর্থকদের মুখে হাসি ফোটালেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।