ডাফির হ্যাট্রিক, ৫ গোল দিয়ে লিগ যাত্রা শুরু বাগানের

0

মাঠে হাজির ছিলেন টুটু বসু। সবুজ মেরুন ব্রিগেড তাঁর সম্মান রাখল। এরিয়ানকে ৫ গোল দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল মোহনবাগান। বৃষ্টিতে খাটাল হয়ে যাওয়া মাঠে প্রথম নেমেই হ্যাট্রিক করলেন স্কটিশ স্ট্রাইকার ড্যারিল ডাফি।

প্রথমার্ধের ১৫ মিনিটে প্রবীর দাসের গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। প্রথমার্ধের শেষ ১ গোলেই এগিয়ে ছিল সবুজ মেরুন। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ডাফির ফ্রিকিকের গোলে ব্যবধান বাড়ায় বাগান। তারপরই শুরু হয় গোলের বন্যা। ৬৬ ও ৭৩ মিনিটে আরও দুটি গোল করেন ডাফি। ডাফির হ্যাট্রিক হয়ে যেতে ৭৭ মিনিটে ফের ব্যবধান বাড়ান আজহারউদ্দিন।৮৯ মিনিটে এরিয়ানের কাজিম গোল দিয়ে ব্যবধান কমান। শেষ পর্ষন্ত খেলার ফল হয় মোহনবাগান ৫, এরিয়ান ১।   

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন