মোহনবাগান- ৪ মিনার্ভা পঞ্জাব-০
কলকাতা: আই লিগের মতো লম্বা দৌড়ে শুরুর দিকে টানা কয়েকটা ম্যাচ জিতে থাকা যে কতটা সুবিধার তা ভুক্তভোগী মাত্রই জানেন। কারণ দল সেট সকলেরই ৪-৫টি ম্যাচ লেগে যায়। সবুজ মেরুন কোচ সঞ্জয় সেন এবারে দেশের সেরা টিম পেয়েছেন। তার ওপর পরপর তিনটে ম্যাচে জিতে রইলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আই লিগে সোনার দৌড় চলছে বাগানের।
ডাফি আগের ম্যাচে ২ গোল করেছিলেন। এই ম্যাচে গোলের মধ্যে চলে এলেন চির ভরসার জেজে-ও। সোনি নামলেন। সুযোগের কাছাকাছি পৌঁছেও গেলেন কয়েকবার, কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট হতে এখনো একটু সময় লাগবে হাইতির স্ট্রাইকারের। যদিও তাঁর কর্নারে মাথা ছুঁয়েই প্রথম গোলটা পেলেন ডাফি।
সঞ্জয় সেনের দল প্রথমার্ধেই ৩-০ এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে কিছুটা খাপ খোলার চেষ্টা করেছিল আই লিগে প্রথম সুযোগ পাওয়া মিনার্ভা পঞ্জাব। কিন্তু দুই দলের ব্যবধান এত বেশি যে লাভ কিছু হয়নি।
হিরো অফ দ্য ম্যাচ হলেন জেজে। আর কে-ই বা হতেন।