ফিরে দেখা ২০১৮: ভারতীয় খেলার অঙ্গনে

0

ওয়েবডেস্ক: আর কয়েক দিন, তার পরেই শেষ হয়ে যাবে ২০১৮। তবে ফেলে যাওয়া বছরের স্মৃতি অনেক। ক্রীড়াজগতেও তার শেষ নেই। চলতি বছরে নিজ নিজ খেলায় দাপিয়ে বেড়িয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরাও। দলগত হোক কিংবা ব্যক্তিগত। নিজেদের সেরাটা দিয়ে দেশকে খেতাব এনে দেওয়ার ঘটনাও কম নয়।

দেখে নিন ২০১৮-য় ভারতের তেমনই কিছু না ভোলা ক্রীড়াচিত্র: 

বিরাট কোহলি

চলতি বছর একদিনের ক্রিকেটে এক ক্রীড়াবর্ষে দ্রুততম হাজার করেছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমে এই কৃতিত্ব গড়েন তিনি। একইসঙ্গে একদিনের ক্রিকেটে ৩৭তম শতরানও করেন।

vk
দেশের জার্সিতে কোহলি

আইপিএল ২০১৮ চ্যাম্পিয়ন্স চেন্নাই

আইপিএলে স্পট ফিক্সিং এবং বেটিংয়ের কারণে নির্বাসিত হয় লিগের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। তবে ২০১৮-য়ে ফিরেই ফের চ্যাম্পিয়ন হয় তারা। ফাইনালে সানরাইজার্সকে হারিয়ে ধোনির নেতৃত্বে তৃতীয়বার এই শিরোপা তাঁদের মুকুটে।

csk
চ্যাম্পিয়ন হওয়ার পর চেন্নাই দল

গৌতম গম্ভীর

চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অন্যতম সফল ওপেনার গৌতম গম্ভীর। সব ফরম্যাটেই নিজের সেরাটা দিয়েছেন জাতীয় দলের হয়ে দু’বার বিশ্বকাপ জয়ী এই তারকা। ২০১১ (৫০ ওভার বিশ্বকাপ) এবং ২০০৭ (টি২০ বিশ্বকাপ)।

gambhir
গম্ভীর

পিভি সিন্ধু

চলতি বছর বিশ্বের পাঁচ নম্বর তথা জাপানের নাজুমি ওকুহারাকে হারিয়ে বিএফডব্লিউ বিশ্ব ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল খেতাব জেতেন তিনি। কেরিয়ারের এটি তাঁর ১৪তম খেতাব। চলতি বছর পাঁচটি ফাইনাল হেরে এটি তাঁর প্রথম জয়।

sindhu
খেতাব হাতে সিন্ধু

মহিলা টি২০ বিশ্বকাপ

টুর্নামেন্টের শুরু থেকেই ভারত ছিল ফেভারিট। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ছিটকে যায় ভারতীয় মহিলা দল। তবে হারের চেয়েও, মাঠের বাইরের বিতর্কে রীতিমতো শিরোনাম হয় এই খবর। কোচ রমেশ পওয়ারের এবং তারক খেলোয়াড় মিতালি রাজের মধ্যে শুরু হয় বাক-বিতণ্ডা। যার জেরে শেষ পর্যন্ত কোচের পদ হারাতে হয় পাওয়ারকে।

t20
মহিলা টি২০ বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের কাছে হার ভারতের

এশিয়ান গেমসের ব্রিজে সোনা ভারতের

২০১৮ এশিয়ান গেমসে ব্রিজের দলগত বিভাগে প্রথমবার পদক পেয়ে ইতিহাস গড়ে ভারত। সোনার পদক জিতে ইতিহাস সৃষ্টি করেন দুই বাঙালি ৬০ বছর বয়সি প্রণব বর্ধন এবং ৫৬ বছর বয়সি শিবনাথ সরকার।

bridge
সোনার মেডেল হাতে প্রণব বর্মন এবং শিবনাথ সরকার

মেরি কম

চলতি বছর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন্সশিপে রেকর্ড ষষ্ঠবার সোনা জেতেন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতের মেরি কম। ৪৮ কেজি বিভাগে ইউক্রেনের হান্না ওখতাকে হারিয়ে এই নজির গড়েন তিনি।

mary
চ্যাম্পিয়ন হওয়ার পর মেরি

পঙ্কজ আদবানি 

চলতি বছর বিলিয়ার্ডসের বিশ্ব চ্যাম্পিয়ন নিজের খেতাব সংখ্যা আরও কিছুটা বাড়ালেন ভারতের পঙ্কজ আদবানি। বড়ো এবং ছোটো ফরম্যাট মিলিয়ে তাঁর চ্যাম্পিয়নশিপ সংখ্যা দাঁড়ায় ২১।

pankaj
ট্রফি হাতে পঙ্কজ আদবানি

 

সাইনা নেহওয়াল

চলতি বছর এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জেতেন ভারতের সাইনা নেহওয়াল। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম ভারতের কোনো মহিলা শাটলার পদক জিতলেন। এবং ১৯৮২-র পর ব্যাডমিন্টনের ব্যক্তিগত ইভেন্টে এটাই প্রথম পদক।

nehwal
এশিয়ান গেমস পদক হাতে সাইনা

 

 

বিজ্ঞাপন